বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের প্রাক্তন মন্ত্রী অখিল গিরি (Akhil Giri)। একসময় এক মহিলা বন আধিকারিককে হুমকি দিয়ে বিপাকে পড়েছিলেন তিনি। যার জেরে হারাতে হয়েছিল মন্ত্রীত্ব। আর এবার আরও একবার শিরোনামে তিনি। এবার একেবারে ভরা রাস্তায় তৃণমূল বিধায়ক উত্তম বারিকের অনুগামীদের উদ্দেশ্যে করলেন কড়া মন্তব্য। প্রকাশ্যে হুমকি দিলেন, ‘বম চার্জ করার’।
হুমকি দিয়ে বিতর্কে রাজ্যের প্রাক্তন মন্ত্রী অখিল গিরি (Akhil Giri)
হঠাৎ কেন এমন রেগে গেলেন অখিল গিরি (Akhil Giri)? কাঁথি কোপারেটিভ ব্যাঙ্ক নিয়ে পূর্ব মেদিনীপুর জেলায় তৃণমূলের দুই শিবিরের মধ্যে কার্যত আড়াআড়ি ভাগ। মনোনয়ন তোলাকে কেন্দ্র করে সোমবার ওই দুই শিবিরে তৈরী হয়েছিল বিরাট অশান্তি। আচমকা প্রার্থীদের উদ্দেশ্য করে স্লোগান ওঠে, ‘চোর চোর!’ তারপর মঙ্গলবার অশান্তির ঝাঁজ বাড়ে আরও একধাপ।
কন্টাই কোঅপারেটিভ ব্যাঙ্কের মনোনয়ন জমার প্রস্তুতি ঘিরে উত্তম বারিক ও অখিল গিরি (Akhil Giri) উভয় গোষ্ঠীর মধ্যে ব্যাপক বচসা বেঁধে যায়। অভিযোগ করা হয় অখিল গিরিকে গালিগালাজ এবং কটুক্তি করেছেন উত্তমের অনুগামীরা। তখনই প্রচন্ড রেগে গিয়ে মেজাজ হারান অখিল। পাল্টা অখিল গিরিকে বলতে শোনা যায়, ‘বম্ব চার্জ করব…পাঁচ মিনিটে বুঝিয়ে দেব…পাঁচ মিনিটে খতম করে দেব…বুঝবে মজা।’
আরও পড়ুন: কেঁচো খুঁড়তে কেউটে! লক্ষ্মীর ভান্ডারে ব্যাপক অনিয়ম? তদন্তে নেমে মিলল ৮২ জনের হদিশ
ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে বিজেপি মুখপাত্র জগন্নাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন, ‘এটা নতুন কিছু নয়। তৃণমূল মানেই বম্ব-বন্দুক-ভোট লুট। এসব হতেই থাকবে। এই কারণে হিন্দু বাঙালি ঠিক করেছে ২০২৬ সালে বিজেপি আসবে’।
যদিও এপ্রসঙ্গে খোলসা করে কিছুই বলেননি জেলার পর্যবেক্ষক রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি শুধু বলেছেন, ‘কে কাকে উদ্দেশ্য করে কি বলেছে তা আমি জানি না। আমি তো দেখলাম উভয়ই একে অপরকে কোলাকুলি করছে। তাই এই নিয়ে আর কোন কিছু বলব না।’