পাকিস্তানের ইনিই ‘মাস্টারমাইন্ড’? কার নির্দেশে পহেলগাঁওতে হিন্দু নিধন? প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

Published On:

বাংলাহান্ট ডেস্ক : কাশ্মীরে পর্যটকদের উপরে জঙ্গি হামলার (Kashmir Attack) ঘটনায় ফুঁসছে গোটা দেশ। জনপ্রিয় পর্যটন স্থল বৈসরণ উপত্যকায় মঙ্গলবার নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করা হয় ২৬ জনকে। যাঁরা বেঁচে ফিরেছেন, তাঁরা প্রত্যেকেই একটাই দাবি করেছেন, জঙ্গিদের নিশানায় ছিল হিন্দুরা। রীতিমতো নাম জিজ্ঞাসা করে, হিন্দু নিশ্চিত করে তারপর গুলি করা হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। পাক মদতপুষ্ট লস্কর-এ-তৈবার শাখা সংগঠন তারা। পাশাপাশি গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, যে জঙ্গিরা হামলা (Kashmir Attack) চালিয়েছিল, তাদের মধ্যে তিনজন পাকিস্তানের। তাই চাইলেও এই হামলার দায় এড়াতে পারবে না পাকিস্তান।

কাশ্মীর হামলা (Kashmir Attack) নিয়ে বড় দাবি প্রাক্তন পাক মেজরের

এর মধ্যেই পাক সরকারের অস্বস্তি বাড়িয়ে সে দেশেরই এক অবসরপ্রাপ্ত মেজর আঙুল তুললেন পাকিস্তান সেনার দিকে। তাঁর অভিযোগ, খোদ পাক সেনাপ্রধান জেনারেল আসিম মুনির রয়েছেন এই হামলার নেপথ্যে। তাঁর নির্দেশেই সংঘটিত হয়েছে পহেলগাঁও হামলা (Kashmir Attack)। পাক সেনার প্রাক্তন মেজর আদিল রাজা নিজেই করেছেন এই বিষ্ফোরক দাবি।

Former pakistan army major opened up about kashmir attack

কী বললেন প্রাক্তন মেজর: একসময়ে যুদ্ধক্ষেত্রে লড়াই করা প্রাক্তন পাক মেজর দাবি করেছেন, পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির হামলার (Kashmir Attack) নির্দেশ দিয়েছিলেন পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইকে। তিনি গোয়েন্দা সূত্রে এই খবর পেয়েছেন বলে জানান প্রাক্তন মেজর। তিনি আরো বলেন, এর জন্য হয়তো তাঁকে ‘ভারতের চর’ হিসেবে দাগিয়ে দেওয়া হবে, কিন্তু এটাই সত্যি।

আরো পড়ুন : শুরু ভারতের ‘অ্যাকশন’? পহেলগাঁও কাণ্ডে অভিযুক্ত দুই জঙ্গির বাড়ি উড়ল তীব্র বিস্ফোরণে! 

একই দাবি প্রাক্তন ভারতীয় সেনাকর্তার: প্রাক্তন পাক মেজরের প্রশ্ন, সেনাপ্রধান আসিম মুনিরের এই কাজের দায় কে নেবে? সেই সঙ্গে তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়ার দাবিও জানিয়েছেন তিনি। অন্যদিকে ভারতীয় সেনাবাহিনীর প্রাক্তন সেনা কর্তা লেফটেন্যান্ট জেনারেল দেবেন্দ্র প্রতাপ পাণ্ডে বলেন, তাঁর সম্পূর্ণ বিশ্বাস এই হামলার (Kashmir Attack) পেছনে আসিম মুনিরেরই হাত রয়েছে। পাকিস্তান সেনা এবং গোয়েন্দা বাহিনী সন্ত্রাসবাদের পরিচালক।

আরো পড়ুন : কাশ্মীর হামলার প্রতিবাদ করতে গিয়ে এ কী ঘটালেন সারা! নিন্দায় সরব নেটিজেনরা

তবে কি পাকিস্তানের প্রাক্তন মেজরের দাবিই সত্যি? পাক সেনাপ্রধানের নির্দেশেই পহেলগাঁওতে ঘটে জঙ্গি হামলা? সে দেশেরই প্রাক্তন মেজর এমন দাবি করলেও এ বিষয়ে কোনো মন্তব্য এখনো পর্যন্ত করা হয়নি পাকিস্তান সরকারের তরফে।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X