উমর আকমলকে জেলে পাঠানোর জোরালো দাবি তুললেন প্রাপ্তন পাক অধিনায়ক রামিজ রাজা।

পাকিস্তান সুপার লিগে ম্যাচ গড়াপেটার প্রস্তাব পেয়েছিলেন কিন্তু সেই সময় সেই প্রস্তাবের কথা পাকিস্তান ক্রিকেট বোর্ড কে জানায় নি। তাই পাকিস্তানি ক্রিকেটার উমর আকমলকে তিন বছরের জন্য সমস্ত ধরনের ক্রিকেট থেকে নির্বাসিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবির এর সিদ্ধান্তে হতাশ হয়েছেন প্রাপ্তন পাক অধিনায়ক রামিজ রাজা। এই প্রাপ্তন পাক অধিনায়ক দাবি করেছেন উমর আকমলের মত কাজ যারা করেন তাদের আইন পাশ করে জেলে ঢোকানো উচিৎ।

রামিজ রাজা এইদিন টুইট করে লিখেছেন, ” সরকারি ভাবে নির্বোধদের তালিকায় নাম লেখালেন উমর আকমলও। কিভাবে প্রতিভারা নষ্ট হয়ে যাচ্ছে, তিন বছরের জন্য নির্বাসিত হল উমর আকমল। আমার মনে হয় পাকিস্তান ক্রিকেটে গড়াপেটা রুখতে এটাই সেরা সময় পাকিস্তানে আইনকে আরও কঠোর করার।” সেই সাথে রামিজ রাজা জানিয়েছেন এই ধরনের মূর্খ দের উপযুক্ত জায়গা হচ্ছে জেলখানা।

1774041789256de5fb799e4d6c3ecd90378c48ef501b7abd571410de8275a2dfcfe05896e

জিম্বাবুয়ের প্রাক্তন ক্রিকেটার ও ধারাভাষ্যকার পামেলেলো উমর আকমলকে নিয়ে টুইটারে একটি প্রতিক্রিয়া দিয়েছিলেন। সেই প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে রামিজ রাজা এই ধরনের টুইট করেছেন। সেই টুইটে পামেলেলো জানতে চেয়েছিলেন যে যারা ক্রিকেটের সাথে এই ধরনের বিশ্বাসঘাতকতা করে তাদের জেলে পাঠানো উচিত কিনা? তারে উত্তরে রামিজ রাজা বলেন তাদের অবশ্যই জেলে পাঠানো উচিত, তাদের যদি জেলে না পাঠানো হয় তাহলে এই ধরনের অপরাধ ভবিষ্যতে আরো বাড়বে।


Udayan Biswas

সম্পর্কিত খবর