পাকিস্তানকে নিয়ে ছোটলোকের মতো মন্তব্য করেছেন সৌরভ! দাবি প্রাক্তন পাক ক্রিকেটারের

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ হাইভোল্টেজ ওডিআই বিশ্বকাপ (ODI World Cup 2023) শুরু হতে আর বাকি মাত্র তিন মাস। কিছুদিন আগেই এই মেগা টুর্নামেন্টের সময়সূচি বিস্তারিতভাবে প্রকাশ করেছে আইসিসি। দীর্ঘদিন পর বিসিসিআই (BCCI) এই টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব পেয়েছে। ২০১১ সালের পর প্রথমবার কোনও ওডিআই বিশ্বকাপ আয়োজিত হবে ভারতের মাটিতে। সেই বিশ্বকাপের আনন্দ উপভোগ করার জন্য এখন থেকেই প্রস্তুত হতে শুরু করেছে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।

প্রাথমিকভাবে ভারতে আসতে আপত্তি জানালেও শেষপর্যন্ত নিজেদের জেদ ছেড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। আইসিসির (ICC) কাছে মুম্বাইয়ে কোনও ম্যাচ না খেলার শর্তে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে আসবেন বাবর আজমরা। ১৫ই অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদীর স্টেডিয়ামে ভারত এবং পাকিস্তান (India vs Pakistan) একে অপরের মুখোমুখি হবে। সেই ম্যাচকে কেন্দ্র করে উত্তেজনা আঁচ এখন থেকেই বাড়তে শুরু করেছে।

কিন্তু কিছুদিন আগে সৌরভ গঙ্গোপাধ্যায় সেই আঁচে কিছুটা জল ঢেলে দিয়েছিলেন। প্রাক্তন ভারতীয় অধিনায়ক বলেছিলেন যে তিনি মনে করেন না যে পাকিস্তান ভারতের যোগ্য প্রতিদ্বন্দ্বী। প্রাক্তন বিসিসিআই সভাপতি জানিয়েছিলেন যে তিনি মনে করেন ভারতের কাছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিজেদের বিশ্বকাপের প্রথম ম্যাচটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং দর্শকদের কাছে অনেক বেশি আকর্ষণীয় হতে চলেছে।

sad sourav
পাকিস্তানকে গুরুত্ব দিতে নারাজ সৌরভ

কিন্তু সৌরভের সেই ধারণার সঙ্গে একেবারেই একমত নন প্রাক্তন পাক ক্রিকেটার বশিত আলী। তিনি মনে করেন এই হাইভোল্টেজ ম্যাচের আগে সৌরভ গাঙ্গুলী নিজের স্বভাবসিদ্ধ ঢঙে মাইন্ড গেম খেলা চালু করে দিয়েছেন। নিজের খেলোয়াড় জীবনেও সৌরভের এই স্বভাবের জন্য তিনি কুখ্যাত ছিলেন বিপক্ষ ক্রিকেটসমর্থকদের কাছে।

আলী জানিয়েছেন, “এক সময় হয়তো ভারত পাকিস্তানের চেয়ে এগিয়েছিল বড় মঞ্চে, কিন্তু ২০১৭ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে পাকিস্তানের দুর্দান্ত জয়ের পর থেকে পরিস্থিতি বদলাতে শুরু করে। পাকিস্তানও ভারতকে একাধিকবার বড় মঞ্চে হারিয়েছে সাম্প্রতিক সময়ে। ভারতের মাটিতে ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচ থাকলে নয়, ভারত বনাম পাকিস্তান ম্যাচ থাকলেই টিকিট নিয়ে হাহাকার পড়ে যায়। সৌরভের ওই কথাগুলোর তাই কোনও গুরুত্ব নেই।”

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর