বাংলা হান্ট ডেস্ক: IPL ২০২৫-এ এখনও পর্যন্ত ভারতের তারকা খেলোয়াড় যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) পারফরম্যান্স হতাশ করেছে অনুরাগীদের। ৫ টি ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছে মাত্র ১ টি হাফ-সেঞ্চুরি। ৩ টি ইনিংসে তিনি দুই অঙ্কেরও রান করতে পারেননি। অন্যদিকে, ইতিমধ্যেই বেশকিছু তরুণ ব্যাটার তাঁদের দুর্ধর্ষ পারফরম্যান্সের মাধ্যমে সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন।
জয়সওয়ালকে (Yashasvi Jaiswal) সতর্ক করলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার:
এমতাবস্থায়, পাকিস্তানের প্রাক্তন ক্রিকেট কিংবদন্তি বাসিত আলী জয়সওয়ালকে (Yashasvi Jaiswal) রাখঢাক না রেখে সতর্ক করেছেন। তিনি বলেছেন যে, যদি তিনি তাঁর পারফরম্যান্সের উন্নতি না করেন, তাহলে তিনি শীঘ্রই টিম ইন্ডিয়ায় তাঁর জায়গা হারাতে পারেন।
You have seen batting friendly pitches, so many 200/250+ scores in the last two years of IPL. After all this, this young superstar Yashasvi Jaiswal still holds the record of fastest fifty in the history of IPL.
pic.twitter.com/St2KBMu1WU— Halla Bob (@kalalbob25) April 7, 2025
বাসিত আলী তাঁর ইউটিউব চ্যানেলে কথা বলতে গিয়ে, বলেন যে সাই সুদর্শন এবং প্রিয়াংশ আর্যের মতো খেলোয়াড়রা কেবল একটি সুযোগের অপেক্ষায় আছেন। যদি জয়সওয়াল (Yashasvi Jaiswal) ক্রিকেটে তাঁর মনোযোগ ফিরিয়ে না আনেন, তাহলে তাঁদের মধ্যে একজন শীঘ্রই টিম ইন্ডিয়ায় তাঁর স্থলাভিষিক্ত হতে পারেন।
আরও পড়ুন: ডিউটির সময়ে খাওয়া এবং টয়লেটের জন্য লোকো পাইলটরা পাবেন না বিরতি! স্পষ্ট নির্দেশ রেলের
বাসিত আরও জানান, “রিঙ্কু সিং নিজেকে উন্নত করো, জয়সওয়াল (Yashasvi Jaiswal) নিজেকে শুধরে নাও এবং পরাগও নিজেকে উন্নত করো। সুদর্শন হোক বা প্রিয়াংশ, তারা কেবল সুযোগ খুঁজছে এবং সেই সুযোগ পেলেই তারা টিম ইন্ডিয়ায় তাদের জায়গা করে নেবে। আমার মনে হয় জয়সওয়াল যথেষ্ট হয়ে গেছে এবং এখন আর ক্রিকেটে মনোযোগ দিচ্ছে না। এটা আমার খোলাখুলি সতর্কীকরণ যে ক্রিকেট তোমাকে অনেক কাঁদাতে পারে। পৃথ্বী শ-কে দেখো। ক্রিকেটকে ভালোবাসো এবং আবেগ ফিরিয়ে আনো।”
আরও পড়ুন: বাংলাদেশ-পাকিস্তান নয়; এই দেশে ভারতীয় দূতাবাসে ফের হামলা! সামনে এল চাঞ্চল্যকর তথ্য
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, গুজরাট টাইটান্সের হয়ে খেলা সুদর্শন মাত্র ৫ ম্যাচে ২৭৩ রান করেছেন এবং তিনি এই মরশুমের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে উঠেছেন। সুদর্শন ৩ টি হাফ-সেঞ্চুরিও করেছেন।
সুদর্শন গুজরাটের হয়ে টানা বেশ কয়েক মরশুম ধরে দুর্দান্ত পারফর্ম করে আসছেন এবং টিম ইন্ডিয়ায় অন্তর্ভুক্তির জন্য তিনি রাডারে রয়েছেন। অন্যদিকে, চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মাত্র ৩৯ বলে সেঞ্চুরি করে প্রিয়াংশ তাঁর প্রতিভা দেখিয়েছেন। প্রিয়াংশের ব্যাটিংয়ে আগ্রাসন স্পষ্টভাবে দৃশ্যমান এবং তাঁরও ভবিষ্যৎ খুবই উজ্জ্বল বলে মনে করা হচ্ছে। এমতাবস্থায়, সামগ্রিকভাবে ধারাবাহিকভাবে খারাপ পারফরম্যান্স ভবিষ্যতে জয়সওয়ালের (Yashasvi Jaiswal) জন্য সমস্যা তৈরি করতে পারে।