‘ভারতকে ফাইনালে হারিয়ে ক্রিকেটকে জিতিয়েছে অস্ট্রেলিয়া’, পাকিস্তান তারকার মন্তব্যে চাঞ্চল্য

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (India vs Australia) বিশ্বকাপের (2023 ODI World Cup) ফাইনালে ভারতের হারে শান্তি পেয়েছেন বাংলাদেশ এবং পাকিস্তানের অনেক ক্রিকেটপ্রেমী। বরাবরই সোশ্যাল মিডিয়ায় ভারতীয় দলের (Indian Cricket Team) ভক্তদের সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় জড়াতে দেখা যায় পাকিস্তান এবং বাংলাদেশের ভক্তদের। কিন্তু সেই আলোচনা শুধুমাত্র ভক্তদের মধ্যেই সীমাবদ্ধ থাকে। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার আব্দুল রাজ্জাক (Abdul Razzak) যে এই বিষয় নিয়ে মন্তব্য করবেন এবং নিজের নিচু মানসিকতার পরিচয় দেবেন সেটা অনেকেই ভাবেননি।

indian cricket team worried

অস্ট্রেলিয়ার কাছে ভারতের হার:
ভারতীয় দল গোটা টুর্নামেন্টে যতটা ভালো ক্রিকেট খেলেছে, ঠিক ততটাই বাজে গোটা টুর্নামেন্টের ক্রিকেট খেলেছে পাকিস্তান। খুব স্বাভাবিকভাবে পাকিস্তান ক্রিকেট দলের সমালোচনাও হয়েছে। ভারতীয় ধারাভাষ্যকাররা বেশ কয়েকবার পাকিস্তানের ভুল ত্রুটিগুলি তুলে ধরতে গিয়ে কিছুটা ব্যাঙ্গাত্মক মন্তব্যও করেছেন। তার পরিপ্রেক্ষিতেই ভারতীয় দল ফাইনাল ম্যাচ হারতেই পাকিস্তানের ক্রিকেট বিশেষজ্ঞরা ভারতের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পারফরম্যান্সের বিষয়গুলি নিয়ে সমালোচনা করার পাশাপাশি আরো নানান বিষয় টেনে এনেছেন।

ভারতের হারে ক্রিকেট জয়ী:
পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার এবং বর্তমান ক্রিকেট বিশেষজ্ঞ আব্দুল রাজ্জাক ভারতের হারের পর অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন এবং অস্ট্রেলিয়াকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাদের জয়কে ক্রিকেটের জয় বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, “ক্রিকেট জিতেছে ভারত হেরেছে। ভারত বিশ্বকাপ জিতলে খেলার জন্য খুবই দুঃখজনক মুহূর্ত হতো। তারা তাদের সুবিধার জন্য সবকিছু ব্যবহার করেছে এবং আমি এর আগে কোনও আইসিসি ফাইনালের জন্য এত খারাপ পিচ দেখিনি। এটা ক্রিকেটের জন্য দারুণ যে ভারত হেরেছে।”

অতীতেও বিতর্কিত মন্তব্য করেছেন আব্দুল:
কিছুদিন আগে পাকিস্তানের ক্রিকেটের সমালোচনা করতে গিয়ে ঐশ্বর্য রাই বচ্চনকে নিয়ে একটি জঘন্য মন্তব্য করেছিলেন এই প্রাক্তন পাকিস্তান ক্রিকেটার। ভারতের জনপ্রিয় অভিনেত্রীকে বিয়ে করে কোনওদিনও একটা সৎ বাচ্চার জন্ম দেওয়া সম্ভব না, এমন মন্তব্য করেছিলেন তিনি। যদিও সোশ্যাল মিডিয়ায় এর পরবর্তীতে তিনি ক্ষমা চেয়ে নিয়েছিলেন।

আরও পড়ুন: আর ভারতীয় দলের কোচিং নয়, রোহিতদের দায়িত্ব ছেড়ে ফের IPL-এ ফিরছেন দ্রাবিড়?

নেটিজনদের নিশানা:
এই জাতীয় মন্তব্য করার পর সোশ্যাল মিডিয়ায় ভারতীয় ক্রিকেট ভক্তরা তার প্রতি নিজেদের ক্ষোভ প্রকাশ করেছেন। নিজেদের হারকে সহজভাবে মেনে নিয়ে এবং অপরের জয়ে খুশি হওয়ার স্বভাব পাকিস্তানের ক্রিকেটারদের নেই এমনটা মন্তব্য করেছেন অনেকে।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর