মোদীর হার হোক! পাকিস্তান থেকে এল রাহুল, মমতা, কেজরির জন্য শুভেচ্ছা

বাংলা হান্ট ডেস্ক: ভারতের সাধারণ নির্বাচন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) পরাজয় চাইছেন সবাই। ভারতের লোকসভা নির্বাচনের এই ভোটের লড়াইয়ে নরেন্দ্র মোদীর পতন (Loss Election) চেয়ে পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী চৌধুরী ফাওয়াদ হুসেনের (Chaudhry Fawad Hussain) দাবি ছিল ‘কেউ চায় না নরেন্দ্র মোদী ফের একবার ভারতের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসুন।’

অন্যদিকে মোদী বিরোধী দলগুলির গাল ভরা প্রশংসা করে পাকিস্তানের এই প্রাক্তন মন্ত্রী এদিন শুভেচ্ছা জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী,আপ নেতা অরবিন্দ কেজরিয়াল এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি জানিয়েছেন নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রীর সিংহাসনচ্যুত না পর্যন্ত নাকি ভারত-পাকিস্তান সম্পর্কের উন্নতি হবে না।

অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার সংবাদসংস্থায় দেওয়া সাক্ষাৎকারে জনিয়েছেন, ‘আমি বুঝতে পারছি না কেন একটি বাছাই করা লোকের দল, যাদের আপাতদৃষ্টিতে আমাদের বিরুদ্ধে শত্রুতা রয়েছে, পাকিস্তানের তরফে সমর্থন পাচ্ছে। সেখান থেকে কেন কিছু নির্দিষ্ট লোকের প্রতি সমর্থন দেখানো হচ্ছে? এটা অত্যন্ত গুরুতর বিষয় এবং এটির তদন্ত প্রয়োজন।’

তারপরেই ভারতের প্রধানমন্ত্রী মোদীর এই বক্তব্যের রেশ টেনেই পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী চৌধুরী ফাওয়াদ হুসেন একাধিক মন্তব্য করেন। তাঁর কথায়, ‘কাশ্মীর হোক কিংবা বাকি ভারতের মুসলিম নাগরিক, প্রত্যেকেই ধর্মান্ধতার মুখোমুখি হচ্ছেন। ভারতের সাধারণ নির্বাচনে নরেন্দ্র মোদীর পরাজয় প্রয়োজন। পাকিস্তানের সকলেই চায় তিনি নির্বাচনে হেরে যান। এই ধর্মান্ধতা কমলে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের উন্নতি হবে। পাকিস্তানের অভ্যন্তরে এবং ভারতেও সার্বিকভাবে পরিস্থিতির বদল হবে।’

আরও পড়ুন: চুক্তি ভেঙেছিল পাকিস্তান! কার্গিল যুদ্ধ নিয়ে ২৫ বছর পর বোমা ফাটালেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী

ভারতের বিরোধী দলগুলিকে সমর্থন জানিয়ে এই প্রাক্তন পাক মন্ত্রী এদিন বলেছেন, ‘কংগ্রেস নেতা রাহুল গান্ধী, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত একসঙ্গে থাকা। তারা একযোগে কট্টরপন্থীদের পরাজিত করতে সক্ষম।’

pkistan

এছাড়াও এদিন চৌধুরী ফাওয়াদ হুসেন BJP এবং RSS-র প্রতি ক্ষোভ উগরে দিয়ে দাবি করেছেন, ‘পাকিস্তানে ভারতের প্রতি কোনও বিদ্বেষ নেই। কিন্তু, ভারতে BJP এবং RSS পাকিস্তানের প্রতি মানুষের মনে ঘৃণা তৈরি করছে। মুসলিমদের প্রতি বিদ্বেষ সৃষ্টি করা হচ্ছে। এই আদর্শ নিয়ে চলা মানুষদের পরাজিত করা উচিত। আমি জানি ভারতের ভোটাররা বোকা নন।’


Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর