বাংলা হান্ট ডেস্কঃ পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি পারভেজ মুশারফ প্রয়াত হয়েছেন। পারভেজ মুশারফ মারাত্মক রোগের শিকার হয়েছিলেন। মুশারফ 2001 থেকে 2008 সাল পর্যন্ত পাকিস্তানের রাষ্ট্রপতি ছিলেন। এর আগে তিনি সেনাপ্রধানও ছিলেন। কারগিল যুদ্ধের জন্য পারভেজ মুশারফকে সরাসরি দায়ী করা হয়। পাকিস্তানি গণমাধ্যমের খবর অনুযায়ী, তিনি অ্যামাইলয়েডোসিস রোগে ভুগছিলেন। তিনিই পাকিস্তানের প্রকাতন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে ক্ষমতাচ্যুত করেছিলেন বলে অভিযোগ উঠেছিল।
উল্লেখ্য, 2016 সালের মার্চে চিকিৎসার জন্য দুবাই গিয়েছিলেন মুশারফ, তখন থেকেই তিনি সেখানে চিকিৎসা করাচ্ছিলেন। এর আগেও একাধিকবার তার মৃত্যুর খবর এসেছিল, কিন্তু তারপরে তার পরিবার সেসব খবর অস্বীকার করে। দীর্ঘ অসুস্থতার সময় তিনি বেশ কয়েকবার ভেন্টিলেটরে ছিলেন। কিন্তু এবার তিনি হেরে গেলেন জীবন যুদ্ধে।
পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফকে মৃত্যুদণ্ডও দেওয়া হয়েছিল। পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো পেশোয়ার হাইকোর্টের প্রধান বিচারপতি ওয়াকার আহমেদ শেঠের নেতৃত্বে বিশেষ আদালতের তিন সদস্যের বেঞ্চ এমন সাজা ঘোষণা করেন।
পারভেজ মুশারফের বিরুদ্ধে 2013 সালের ডিসেম্বরে পাকিস্তানে জরুরি অবস্থা জারি করার জন্য এবং 2007 সালের ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত সংবিধান স্থগিত করার জন্য রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়েছিল। 31 মার্চ, 2014 সালে মুশারফকে দোষী সাব্যস্ত করা হয়েছিল।