গ্রেফতার করা হল প্রাক্তন রাষ্ট্রপতিকে

বাংলা হান্ট ডেস্ক:গ্রেফতার করা হলো পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি আসিফ আলী জারদারিকে।জারদারির বিরুদ্ধে জাল অ্যাকাউন্ট ও অর্থ পাচারের অভিযোগ রয়েছে।সোমবার পাক পুলিশ পাকিস্তান পিপলস পার্টির যুগ্ম চেয়ারম্যান আসিফ আলী জারদারি বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।
c91aa images 22
ইসলামাবাদের হাইকোর্ট জারদারির জামিনের দাবি খারিজ করে দিলে পুলিশ ও ন্যাশনাল একাউন্টেবিলিটি ব্যুরো জারদারির বাড়িতে হানা দেয়। প্রথমে অবশ্য পুলিশকে জারদারির বাড়িতে ঢুকতে বাধা দেয়া হয়।পরে ন্যাশনাল একাউন্টেবিলিটি ব্যুরো ও পুলিশ পাক রাষ্টপতির বাড়িতে ঢুকে তাকে নিয়ে কথা বলে। দীর্ঘ কথাবার্তার পর শেষ পর্যন্ত আত্মসমর্পণ করেন জারদারি।

জারদারিকে গ্রেফতার করে ইসলামাবাদের ন্যাশনাল একাউন্টেবিলিটি ভিউ রোড দফতরে নিয়ে যাওয়া হয়েছে। ও আদালতে হাজির করা পর্যন্ত তাকে সেখানেই রাখা হবে।যদিও পাক রাষ্ট্রপতি তার বিরুদ্ধে আনা সব রকম অভিযোগ উড়িয়ে দিয়েছেন।জারদারি শাসকদলের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ করেছেন।জারদারির অভিযোগ শাসক দল ষড়যন্ত্র করে বিরোধীদের বিপাকে ফেলার চেষ্টা করছেন।

সম্পর্কিত খবর