অচৈতন্য অবস্থায় উদ্ধার ইমরান খান, জেলেই ধর্ষণের শিকার প্রাক্তন পাক প্রধানমন্ত্রী? রিপোর্ট ঘিরে তুঙ্গে বিতর্ক

Published On:

বাংলাহান্ট ডেস্ক : পাকিস্তানের জেলে ধর্ষণের শিকার প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। তাঁর শারীরিক পরীক্ষা থেকে নাকি এমনটাই জানা গিয়েছে। ওই পরীক্ষার বেশ কিছু রিপোর্ট ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দাবি করা হচ্ছে এমনটাই। যদিও জেল কর্তৃপক্ষ বা ইমরানের (Imran Khan) পরিবারের তরফে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। আর তাতেই আরো ঘনীভূত হয়েছে রহস্য।

পাকিস্তানের জেলে ধর্ষণের শিকার ইমরান খান (Imran Khan)?

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি রিপোর্ট থেকেই যাবতীয় জল্পনার সূত্রপাত। ওই রিপোর্টে নাম রয়েছে রাওয়ালপিন্ডির পাক এমিরেটস মিলিটারি হাসপাতালের। ওই ভাইরাল হওয়া রিপোর্টে চাঞ্চল্যকর দাবি, গত ৩ রা মার্চ জেল থেকে নাকি অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় ইমরান খানকে (Imran Khan)। তাঁর শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল। সবথেকে বড় বিষয়, প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে যৌন নির্যাতন করারও প্রমাণ মিলেছে বলে দাবি। ওই রিপোর্টের সত্যতা অবশ্য যাচাই করেনি বাংলা হান্ট।

Former Pakistan prime minister imran khan reportedly assaulted in jail

ভাইরাল রিপোর্টে তুঙ্গে বিতর্ক: পাকিস্তানের এক প্রথম সারির সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়া একটি প্রতিবেদনেও উক্ত রিপোর্টের স্ক্রিনশট ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় (সত্যতা যাচাই করেনি বাংলা হান্ট)। দাবি করা হচ্ছে, রিপোর্টটি নাকি রাওয়ালপিন্ডিতে পাক সেনার সদর দপ্তরেও পাঠানো হয়েছে। সসেখানে উল্লেখ করা হয়েছে, জেলবন্দী অবস্থায় এক পাক সেনা মেজর ধর্ষণ করেছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে।

আরো পড়ুন : ক্যামেরার সামনেই খুল্লমখুল্লা ‘কামসূত্রের পজিশন’! FIR দায়ের হতেই এজাজের শোয়ের বিরুদ্ধে কড়া ‘অ্যাকশন’

অনেকদিন ধরেই জেলবন্দী ইমরান: প্রসঙ্গত, ইমরান খানের (Imran Khan) বর্তমান ঠিকানা রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে। তোষাখানা মামলায় ২০২৩ সালের ৫ ই অগাস্ট গ্রেফতার হয়েছিলেন ইমরান খান। প্রথমে পঞ্জাব প্রদেশের অটোক জেলে রাখা হয়েছিল তাঁকে। পরে তাঁকে স্থানান্তরিত করা হয়।

আরো পড়ুন : আরো চওড়া ফাটল, বিচ্ছেদের জল্পনা উসকে এবার মেয়ে সারা কেও আনফলো যিশুর!

জেলে তাঁর সঙ্গে সন্ত্রাসবাদীদের মতো আচরণ করা হচ্ছে বলে আগে অভিযোগ করেছিলেন ইমরান খান। এমনকি তাঁর প্রাণনাশের আশঙ্কাও প্রকাশ করেছিলেন তাঁর পরিবার। এর মাঝেই মাস কয়েক আগে জানা গিয়েছিল, নোবেল শান্তি পুরস্কারের জন্য নাম প্রস্তাব করা হয়েছে ইমরান খানের। দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠা, গণতন্ত্র এবং মানবাধিকার রক্ষায় ইমরানের (Imran Khan) বিশেষ ভূমিকা পালনের জন্য নোবেল কমিটির কাছে নাম প্রস্তাব করা হয়েছে তাঁর।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X