বাংলা হান্ট নিউজ ডেস্কঃ পাকিস্তানের (Pakistan) ক্রিকেট দলের প্রাক্তন বিশ্বজয়ী অধিনায়ক ও প্রধানমন্ত্রী ইমরান খানকে (Imran Khan) ইসলামাবাদে অদ্ভুতভাবে গ্রেফতার করা হয়েছে। পাকিস্তানের কিছু সংবাদ মাধ্যমের দ্বারা প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে যে তাকে ইসলামাবাদ হাইকোর্টের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। কারণ হিসেবে বলা হচ্ছে যে কিংবদন্তি পাক অধিনায়ক নিজের উপস্থিতি প্রয়োজন এমন কয়েকটি মামলায় জামিনের আবেদন করতে গিয়েছিলেন। তবে আরও দাবি করা হচ্ছে যে তাকে গ্রেপ্তার করা হয়েছিল এমন একটি মামলায় যার জন্য তিনি আদালতে উপস্থিত ছিলেন না।
ঘটনাটি ঘটে ভারতীয় সময় আনুমানিক ২টো বেজে ৪৫ মিনিটে যখন পাকিস্তান রেঞ্জার্সরা ৭০ বছর বয়সী প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার করেন। যদিও নির্দিষ্ট অপরাধের বিশদ বিবরণ এখনও প্রকাশ করা হয়নি তবে আল কাদির ইউনিভার্সিটির সাথে এর কিছু সম্পর্ক রয়েছে বলে মনে করা হচ্ছে। এটি এমন একটি প্রতিষ্ঠান যা প্রধানমন্ত্রীত্বকালে প্রতিষ্ঠিত করেছিলেন। অনেকে মনে করছেন বেশ দীর্ঘ সময়ের জন্য ইমরান খানকে কারাগারে বন্দী করা হতে পারে কারণ তিনি টানা এক বছরেরও বেশি সময় ধরে এই তদন্তের আওতায় ছিলেন।
এই অভিযোগগুলি পাকিস্তানের প্রভাবশালী ব্যবসায়ী মালিক রিয়াজের বিশ্ববিদ্যালয়ের জন্য দান করা জমি এবং সেই জমির জন্য একটি অর্থপ্রদানের ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে তোলা হয়েছে বলে শোনা যাচ্ছে। ইউনাইটেড কিংডমের জাতীয় অপরাধদমন সংস্থা আপাতত ১৫ কোটি টাকারও বেশি মূল্যের সম্পদ বাজেয়াপ্ত করে এবং শেষ পর্যন্ত তা পাকিস্তান সরকারের কাছে ফেরত দেয়। তবে পাকিস্তানের বর্তমান সরকার সেই জমি ও টাকা নিয়ে কী করেছে তা এখনও স্পষ্ট নয়।
যদিও ইমরান খানের অনুরাগীরা দাবি করছেন যে তাকে গ্রেফতার নয় বরং কিডন্যাপ করা হয়েছে। তাকে যে ভঙ্গিতে নিয়ে যাওয়া হয়েছে তা কখনোই আইনত স্বীকৃত নয়। অনেকে এমনটাও দাবি করছেন এবার তাকে আইনের ফাঁক হলে যদি খুন করে ফেলা হয় তাহলেও আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। জখম করে তাকে গ্রেফতার করেছে রেঞ্জার্সরা। যারা ইমরান খানের গ্রেফতারের পক্ষেই কথা বলছেন তারাও যে পদ্ধতিতে তাকে গ্রেফতার করা হয়েছে সেই নিয়ে প্রশ্ন তুলেছেন। প্রসঙ্গত আজ থেকে পাঁচ ছয় মাস আগেই তার ওপর গুলি চালানোর ঘটনাও ঘটেছিল এক মিছিলে। তবে সেবার শুধুমাত্র পায়ের জখম দিয়েই বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গিয়েছিলেন ইমরান।
একটি ভিডিওতে দেখা গিয়েছে যখন ইমরান খানকে কোর্টের বায়োমেট্রিক রুম থেকে ধরে নিয়ে আসার জন্য ধস্তাধস্তি হচ্ছিলো তখন গালে হাত দিয়ে শান্তভাবে রেঞ্জার্সদের ভেতরে ঢোকার অপেক্ষা করছিলেন ইমরান। ২৬৩ আন্তর্জাতিক ম্যাচ খেলে তিনি পাকিস্তানের জার্সিতে মোট ৫৪৪ উইকেট নিয়েছেন।