কেউ দেশে খেলতে আসেনা বলেই পাকিস্তানে জোরে বোলার তৈরি হচ্ছে না! আক্ষেপ ওয়াকার ইউনিসের

বাংলা হান্ট ডেস্কঃ পাকিস্তানের (Pakistan) প্রাক্তন খেলোয়াড় তথা প্রাক্তন বোলিং কোচ ওয়াকার ইউনিসের (Waqar Younis) মতে, গত এক দশক ধরে আরবে (Uae) খেলার কারণে তাঁদের বোলারদের উপর খারাপ প্রভাব পড়েছে। উল্লেখ্য, পাকিস্তানে অন্য কোনও দল খেলতে না যাওয়ার কারণে তাঁরা আন্তর্জাতিক ম্যাচ আরবে আমিরশাহিতে খেলতে বাধ্য হয়। ওয়াকার বলেন, লাগাতার UAE-তে খেলার কারণে পাকিস্তানকে ম্যাচ জেতার জন্য এখন স্পিনারদের উপরে ভরসা করতে হচ্ছে।

যদিও, ওয়াকার এটাও জানিয়েছেন যে, দেশে ক্রিকেট খেলা শুরু হলে আর বিদেশিরা খেলতে এলেই পাকিস্তানের জোরে বোলাররা আবারও নিজেদের কীর্তি দেখাতে সক্ষম হবে। উনি বলেন, গত ১০ থেকে ১২ বছরে পাকিস্তানের জোরে বোলিং খারাপ হয়েছে। কারণ আমাদের আরব আমিরশাহিতে ম্যাচের আয়োজন করতে হচ্ছে। আর সেখানকার পিচ জোরে বোলারদের জন্য সহায়ক নয়। এমনকি আমি যখন দলের প্রধান কোচ ছিলাম, তখনও আমাকে ম্যাচ জেতার জন্য স্পিনারদের উপরে ভরসা করতে হত।

সম্প্রতি পাকিস্তানে ইংল্যান্ড আর নিউজিল্যান্ডের সফরও বাতিল হয়ে গিয়েছে। এই সফর দুটি নিয়ে পাকিস্তানের জোরে বোলারদের কিছুটা আশা জেগেছিল। কিন্তু সফর বাতিল হওয়ায় তাঁরা আবার হতাশ হয়ে যায়। ওয়াকার বলেন, ‘দেশের জোরে বোলাররা আবারও ফিরে আসবে। এখন আমাদের কাছে ৭-৮ জন যুব জোরে বোলার রয়েছে যারা ১৪০-র গতিতে বল করতে সক্ষম। আর তাঁদের জন্য পাকিস্তানের পিচ খুব ভালো হবে।”

922960 waqar younis pcb

উনি পাকিস্তান ক্রিকেটের সমর্থকদের নির্বাচিত খেলোয়াড়দের উপর ভরসা রাখার জন্য আবেদন জানিয়েছেন। উনি বলেন, ‘আমি জানি যখন ক্রিকেটের কথা আসে, তখন আমরা আবেগে ভাসি। কিন্তু আমাদের খারাপ প্রদর্শনে কাউকে কিছু বয়ান করার বদলে আমাদের পরিসংখ্যান দেখিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিৎ।”

 

Koushik Dutta

সম্পর্কিত খবর