প্রয়াত তারেক ফতেহ! ৭৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ পাকিস্তানের বিশিষ্ট সাংবাদিকের

বাংলা হান্ট ডেস্কঃ পাকিস্তানের বিখ্যাত সাংবাদিক ও লেখক তারেক ফতেহ ৭৩ বছর বয়সে প্রয়াত হয়েছেন। লেখকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার মেয়ে নাতাশা ফতেহ। এর আগে শুক্রবার তার মৃত্যুর গুজব রটেছিল, তখন থেকেই তাঁর অনুরাগীদের মন খারাপ। তারেকের মৃত্যুর বিষয়টি কয়েকদিন ধরেই টুইটারে ট্রেন্ডিং ছিল। তবে তারেকের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট ব্যক্তিরা বিষয়টি অস্বীকার করেছেন। তবে এবার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার মেয়ে।

তারেক ফতেহের মেয়ে তার বাবার মৃত্যুতে টুইট করে লিখেছেন, ‘পাঞ্জাবের সিংহ। ভারতের ছেলে কানাডার প্রেমিক। স্পষ্টবাদী ও ন্যায়ের জন্য সংগ্রামী। নির্যাতিত-বঞ্চিতদের কণ্ঠস্বর তারেক ফতেহ তার অভিযান সর্বদা চালিয়ে গিয়েছেন। যারা তাকে চিনত এবং ভালবাসত তাদের সাথে তার বিপ্লব বেঁচে থাকবে। আপনিও কী এদের সঙ্গে যোগ দেবেন?’ পাকিস্তানি সাংবাদিক আরজু কাজমিও তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন।

তারেক ফতেহর জন্য পাকিস্তানের করাচিতে ১৯৪৯ সালের ২০ নভেম্বর হয়েছিল। ১৯৮৭ সালে তিনি কানাডায় চলে যান। সাংবাদিকতার জন্য তিনি অনেক পুরস্কারও পেয়েছেন। কানাডাসহ বিশ্বের অনেক শীর্ষস্থানীয় ম্যাগাজিন ও সংবাদপত্রে তার প্রবন্ধ প্রকাশিত হয়েছে। পাকিস্তানে জন্ম নিলেও পাকিস্তানের ত্রুটি-বিচ্যুতি তুলে ধরতে পিছপা হননি। তিনি পাকিস্তানের সেনাবাহিনী ও মৌলবাদীদের বিরুদ্ধে মোর্চা খুলেছিলেন, যার কারণে সোশ্যাল মিডিয়ায় তার লক্ষ লক্ষ ফলোয়ার ছিল।


Koushik Dutta

সম্পর্কিত খবর