আজ গোটা দেশ শোকস্তব্ধ, ভারত রত্ন প্রণব মুখার্জি প্রয়াত হওয়ার পর বললেন নরেন্দ্র মোদী

বাংলা হান্ট ডেস্কঃ প্রায় মাস খানেক ধরে অসুস্থ ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি (Former President) প্রণব মুখোপাধ্যায় (Pranab Mukherjee)। আজ উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ওনার পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় নিজে এই কথা জানান। দিল্লীর আর্মি হাসপাতালে ওনার চিকিৎসা চলছিল। আজ সকালে হাসপাতালের তরফ থেকে বলা হয়েছিল যে, ফুসফুসে সংক্রমণের জন্য উনি সেপ্টিক শকে আছেন।

৮৪ বছর বয়সী প্রণব বাবু লাগাতার কোমায় ছিলেন আর ওনাকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছিল। সেপ্টিক শকে থাকার কারণে রক্ত চলাচল করা প্রায় বন্ধ হয়ে যায় আর শরীরের অঙ্গ গুলো পর্যাপ্ত অক্সিজেন প্রাপ্ত করাতে বিফল হয়ে যায়। ওনাকে ১০ ই আগস্ট দিল্লীর আর্মি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। এর আগে ওনার করোনা রিপোর্ট পজেটিভ এসেছিল।

মস্তিস্কে রক্ত ক্ষরণের পর ওনার ব্রেন সার্জারি করা হয়েছিল। হাসপাতালে ভর্তি করানোর সময় উনি করোনায় আক্রান্ত ছিলেন। এরপর শ্বাস প্রশ্বাস নেওয়ায় সমস্যায় ভোগেন তিনি। প্রণব বাবু ভারতের ১৩ তম রাষ্ট্রপতি ছিলেন। উনি ২০১২ থেকে ২০১৭ পর্যন্ত দেশের সর্বোচ্চ পদে ছিলেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রণব বাবুর মৃত্যুতে শোক প্রকাশ করে বলেন, আজ গোটা দেশ শোকে আছে। উন ট্যুইট করে লেখেন, ‘ভারত রত্ন প্রণব মুখার্জীর প্রয়াত হওয়ায় গোটা দেশে শোকের ছায়া। আমাদের দেশের উন্নতির জন্য এক গভীর ছাপ রেখে গেছেন তিনি। উনি রাজনীতির উর্ধে ছিলেন, আর সমাজের প্রতিটি বর্গের মানুষের প্রশংসার পাত্র ছিলেন তিনি।”

Koushik Dutta

সম্পর্কিত খবর