বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারত একটি বিচিত্র দেশ। এখানে রাতারাতি কেউ জিরো থেকে হিরো হয়ে উঠতে পারেন। প্রতিভার কদর করার লোকের অভাব নেই এই দেশে। কিন্তু এমন উদাহরণও নেহাত কম নয় যেখানে দেখা গিয়েছে যে মন্দ ভাগ্যের শিকার হয়ে প্রতিভা থাকা সত্ত্বেও খ্যাতির চূড়ায় না পৌঁছে কোনও শিল্পী অথবা ক্রীড়াবিদ তলিয়ে গিয়েছেন দারিদ্রতার অন্ধকারের অতলে। ঠিক এমনটাই হয়েছে ভারতের হয়ে একটা সময় জাতীয় দলের হকি খেলা পাঞ্জাবের পরমজিৎ কুমারের (Paramjeet Kumar) সাথে।
বর্তমানে ৩০ বছর বয়সী প্রাক্তন হকি খেলোয়াড় পরমজিৎ এখন একজন পল্লেদার। তিনি নিজের কাঁধে করে ৫০ কেজির চাল এবং গমের বস্তা দূরপাল্লার ট্রাকে উঠে থাকেন এবং এর জন্য সামান্য কিছু মাইনে পেয়ে থাকেন। বর্তমানে তিনি কাজ করেন ফরিদকোট বাজারে। অথচ তার প্রতিভা যেমন ছিল, তাতে তার সাথে এমনটা হওয়ার কথা ছিল না।
এখন দিনে প্রায় ৪৫০ টি বস্তা কাঁধে তুলে ট্রাকে লুট করে প্রতি বস্তা পিছু ১.২৫ টাকা রোজগার করা পরমজিৎ একসময় স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (SAI) এবং পাঞ্জাব দলের হয়ে জুনিয়র হকি জাতীয় প্রতিযোগিতা গুলিতে পদক অর্জন করেছেন। ফরিদকোটেই বেড়ে ওঠা পরম ২০০৪ সালে সাইয়ের হয়ে প্রথমবার সুযোগ পান। এরপর তিনি সেন্টার অফ এক্সিলেন্স ফর হকিতে সুযোগ পান ২০০৭ সালে। এরপর তিনি সেখানে পাঞ্জাব পুলিশ এবং পাঞ্জাব স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের হয়ে তিন বছর খেলেন।
সেই সময়ের মধ্যে তিনি সাইয়ের অনূর্ধ্ব ১৬ এবং অনূর্ধ্ব ১৮ হকি দলেও তিনি সুযোগ পেয়েছিলেন এবং জাতীয় প্রতিযোগিতায় তার দলের হয়ে রৌপ্য পদক জিতেছিলেন। এরপর ভারতীয় জুনিয়র দলের হয়ে তিনি দিল্লিতে আয়োজিত নেহেরু ইন্টারন্যাশনাল টুর্নামেন্টেও অংশগ্রহণ করেছিলেন। টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ মেডেল জয়ী ভারতীয় দলের সদস্য মনপ্রীত সিং, রুপিন্দর পাল সিং, ললিত উপাধ্যায়রা এক সময় তার ঘনিষ্ঠ বন্ধু ছিল।
কিন্তু ২০১২ সালে পরম বাঁ হাতে গুরুতর চোট পান এবং প্রায় এক বছর খেলার বাইরে থাকেন। তারপর আর ঠিকঠাকভাবে প্রত্যাবর্তন করা হয়নি। বর্তমানে নিজের বোনের বাড়িতে নিজের স্ত্রী এবং পুত্রকে নিয়ে থাকেন তিনি। বাধ্য হয় ট্রাক লোডের কাজ করেন। তবে এখনো প্লেয়ার বা কোচ হিসেবে তিনি হকের জগতে প্রত্যাবর্তনের আশা রাখেন। আগামীকাল চন্ডিগড়ে একটি বিশেষ উপলক্ষে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভাগবত মানের সঙ্গে তার দেখা হওয়ার কথা যেখানে তিনি আশা করছেন যে নিজের যোগ্যতার পরিচয় দিয়ে হয়তো কোন একটা চাকরি পেয়ে যাবেন।