‘কাঁড়ি কাঁড়ি যৌনতা, একগাদা যৌন সম্পর্ক’, ফুঁসে উঠলেন প্রাক্তন TMC সাংসদ মিমি!

বাংলা হান্ট ডেস্কঃ ২০১৯ সালে যাদবপুর কেন্দ্রে তৃণমূলের টিকিটে জয়ী হয়েছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। গোটা পাঁচ বছরের সাংসদকালে তাকে নিয়ে কন্ট্রোভার্সি কম। যদিও মিমিকে সরিয়ে এবার লোকসভা ভোটে সায়নী ঘোষকে বেছে নেয় তৃণমূল কংগ্রেস। মিমির বদলে ২৪ লোকসভা ভোটে জিতে যাদবপুর থেকে সাংসদ হয়েছেন আরেক তারকা নেত্রী সায়নী ঘোষ। তবে কোনো কিছু নিয়েই দলের বিরুদ্ধে কখনও ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়নি মিমিকে।

ফুঁসে উঠলেন মিমি (Mimi Chakraborty)

সর্বদাই ঝামেলা-বিতর্ক থেকে নিজেকে দূরে রাখাই শ্রেয় মনে করেন মিমি। তবে এবার মুখ খুললেন অভিনেত্রী। যদিও রাজনৈতিক কোনো বিষয়ে নয়। সাম্প্রতিক ঘটে যাওয়া বেশ কিছু ঘটনায় প্রতিবাদ জানালেন তারকা। সম্প্রতি সিয়াচেনের সেনাক্যাম্পে লাগা আগুন থেকে সহকর্মীদের বাঁচাতে গিয়ে শহিদ হয়েছেন ক্যাপ্টেন অংশুমান সিং (Captain Anshuman Singh)। তার সদ্য বিবাহিতা স্ত্রীকে নিয়ে এখন জোর আলোচনা সর্বত্র।

   

বিয়ের কিছু মাসের মধ্যেই স্বামীহারা হতে হয়েছে স্মৃতি সিংকে। পরনে সাদা পোশাক, অশ্রুভরা আঁখিতে রাষ্ট্রপতির কাছ থেকে পুরস্কার নিতে আসা ক্যাপ্টেনের তরুণী স্ত্রীকে নিয়ে নেটদুনিয়ায় নানা আলোচনা। সেই ক্যাপ্টেন অংশুমান স্ত্রীর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে মিমি চক্রবর্তী লেখেন, “এই সব জিনিসই ভারতীয়দের মনে রাখা উচিৎ। কতগুলো ফালতু টিভি শো চলছে যেখানে কাঁড়ি কাঁড়ি যৌনতা আর স্ক্রিপ্টেড ঝামেলা দেখানো হচ্ছে। সেসবকে একেবারেই উৎসাহ দেওয়া উচিৎ নয়।”

mimi chakraborty relation

আরও পড়ুন: বিরাট টুইস্ট! জাস্টিস সিনহার এজলাস থেকে সরল মামলা, গেল এই ‘দাপুটে’ বিচারপতির বেঞ্চে

কোনো টিভি শো এর নাম না নিলেও মিমির নিশানা যে বিগবসের দিকে তা বুঝতে কারো বাকি নেই। বিগবসের ওটিটির চলতি সিজনে দুই বউ নিয়ে এন্ট্রি নিয়েছেন ইউটিউবার আরমান মালিক। দুই স্ত্রী পায়েল ও কৃতিকা সহ চার বাচ্চাকে নিয়ে একই ছাদের নিচে বাস করেন আরমান। সে তাদের ব্যাপার। তবে দুই পত্নীকে নিয়ে এই ধরনের পাবলিক প্ল্যাটফর্মে আসায় খেপে লাল আমজনতা। প্রতিবাদ করে আইনও মন করিয়ে দেন অনেকেই। এবার দুই বউ রাখার ‘ফ্যাশন’কে নিয়ে জোর প্রতিবাদ জানালেন মিমিও।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর