‘বিমানে উঠে দেখি…’! টিকিট কাটলেও বসার জায়গা নেই! দাঁড়িয়ে কলকাতা ফিরলেন প্রাক্তন TMC সাংসদ

বাংলা হান্ট ডেস্কঃ একই টিকিট দু’জনকে বিক্রি করেছে বিমান সংস্থা! সেই কারণে বৈধ টিকিট ও বৈধ বোর্ডিং পাস থাকলেও ফ্লাইটে বসার জায়গা পেলেন না রাজ্যসভার প্রাক্তন তৃণমূল (Trinamool Congress) সাংসদ শান্তনু সেন (Santanu Sen)। মুম্বই থেকে দাঁড়িয়ে কলকাতা ফিরতে হল তাঁকে। ইতিমধ্যেই এই নিয়ে সংশ্লিষ্ট বিমান সংস্থার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি।

দাঁড়িয়ে কলকাতা ফিরলেন প্রাক্তন তৃণমূল (Trinamool Congress) সাংসদ!

সাম্প্রতিক অতীতে এয়ার ইন্ডিয়ার (Air India) পরিষেবা নিয়ে নানান মহল থেকে অভিযোগ উঠেছে। এবার সংশ্লিষ্ট বিমান সংস্থার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ শান্তনু সেন। তাঁর অভিযোগ, বৈধ টিকিট ও বৈধ বোর্ডিং পাস থাকলেও তিনি বিমানে বসার জায়গা পাননি। মুম্বই থেকে দাঁড়িয়ে তাঁকে কলকাতা ফিরতে হয়েছে। বসতেই পারেননি তিনি!

এই অভিযোগে এয়ার ইন্ডিয়া ও কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রককে একহাত নিয়েছেন প্রাক্তন তৃণমূল (TMC) সাংসদ। তিনি জানান, মুম্বই থেকে কলকাতা ফেরার জন্য একটি টিকিট কেটেছিলেন। তবে সেই একই টিকিট আরও একজনের জন্য বরাদ্দ করা হয়েছিল। অর্থাৎ একটি টিকিট দু’জনকে বিক্রি করার অভিযোগ আনেন তিনি।

আরও পড়ুনঃ রাজনীতির ময়দানে পা রাখছেন ‘মিঠাই’? তৃণমূলের হয়ে লড়বেন ঋত্বিকাও? মুখ খুললেন দুই নায়িকা 

সমাজমাধ্যমে এই নিয়ে সরব হয়েছেন শান্তনু। তাঁর কথায়, ‘আমায় ১৫-ডি নম্বর সিট দেওয়া হয়েছিল। আমার কাছে বৈধ বোর্ডিং পাসও ছিল। কিন্তু বিমানে উঠে দেখি আমার সিটে অন্য একজন বসে রয়েছেন। অর্থাৎ একই সিটের টিকিট দু’জনকে বিক্রি করেছে সংশ্লিষ্ট সংস্থা’।

Santanu Sen Trinamool Congress

রাজ্যসভার প্রাক্তন তৃণমূল (Trinamool Congress) সাংসদ জানান, তাঁর কাছে বৈধ টিকিট ছিল। কিন্তু তা সত্ত্বেও সিট নিয়ে এই সমস্যা দেখা দেওয়ার পর তাঁকে অন্য সিটের ব্যবস্থা করে দেওয়া হয়নি। ফলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুম্বই থেকে কলকাতা ফিরতে হয়েছে তাঁকে। অন্যদিকে তাঁর বুক করা ওই সিটে অন্য আরেকজন ব্যক্তি বসে ফিরেছেন।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর