সাত সকালে অমিত মালব্যর ফোন, আজই BJP তে যোগ দিচ্ছেন তাপস? কোন কেন্দ্র থেকে লড়বেন?

বাংলা হান্ট ডেস্ক : এক তো ইডি (Enforcement Directorate) হানার পর দলের কাউকেই পাশে পাননি উপরন্তু সন্দেশখালিতে (Sandeshkhali) ঘটে যাওয়া ন্যাক্কারজনক ঘটনাকে কোনোভাবেই সমর্থন করতে পারছেননা বলে দল ছেড়েছিলেন তাপস রায় (Tapas Roy)। যদিও তৃণমূলের দাবি, এসবই নিছক বাহানা, কোনও ভালো প্রস্তাব পেয়েছেন বলেই দল ছেড়েছেন তিনি। এসবের মাঝেই খবর, আজ বিকেলেই বিজেপিতে যোগ দিতে পারেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক তাপস রায়।

সূত্রের খবর, সব কিছু ঠিক থাকলে বুধবার বিকেলেই পদ্ম শিবিরে নাম লেখাতে পারেন বরাহনগরের সদ্য পদত্যাগী তৃণমূল বিধায়ক তাপস রায়। ইতিমধ্যেই বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যর সাথে নাকি কথাও হয়েছে তার। এছাড়াও গত মঙ্গলবারই তাপস রায়ের সাথে দেখা করেছেন সজল ঘোষ। তারপর থেকেই দু’য়ে দু’য়ে চার করছে রাজনৈতিক পাড়ার বিশেষজ্ঞরা।

সূত্র বলছে, বুধবার বিকেল নাগাদ বিজেপির সল্টলেকের পার্টি অফিসের দিকে রওনা দেবেন তাপস। সেখানে উপস্থিত থাকবেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাদের সামনেই পদ্ম শিবিরে যোগ দিতে পারেন তাপস রায়। সূত্র বলছে, আসন্ন নির্বাচনে উত্তর কলকাতা থেকে বিজেপি প্রার্থী হিসেবে তাপস রায়ের নাম নাকি চূড়ান্ত।

আরও পড়ুন : ‘এতদিন বলিনি, আজ বলছি’, পরিবার বিতর্কে যোগ্য জবাব মোদীর, থরহরিকম্প বিরোধী শিবির

যদিও এই প্রসঙ্গে তাপস রায় বা তার দফতর থেকে কোনও অফিশিয়াল বিবৃতি এখনও আসেনি। এর আগে তাকে বিজেপি-তে যোগদান প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে তিনি জানান, ‘আমি এখন ফ্রি বাড। বিজেপি আমাকে গ্রহণ করবে কি না, জানি না। তাদের একটা সাংগঠনিক বাঁধন রয়েছে, বিভিন্নস্তর রয়েছে। তবে বিজেপির তরফে আমার কাছে এমন কোনও প্রস্তাব এখনও আসেনি। প্রস্তাব এলে ভেবে দেখব।’

tapas roy bjp

প্রসঙ্গত উল্লেখ্য, দল ছাড়ার সময় তাপস রায় তৃণমূলের বিরুদ্ধে যে অভিযোগ করেছিলেন তা মানতে নারাজ দলের শীর্ষ নেতৃত্ব। তৃণমূল সূত্রে খবর, দল ছাড়ার সিদ্ধান্ত নাকি তিনি আগেই নিয়েছিলেন। হতে পারে কোনও চাপে পড়ে আর নয়ত কোনও লোভনীয় প্রস্তাব পেয়ে দল ছেড়েছেন তিনি। এদিকে সজল ঘোষ জানিয়েছেন, ‘আজকেই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন তৃণমূলের পদত্যাগী বিধায়ক মাননীয় শ্রী তাপস রায়। বিকেল চারটে ওনার বাড়ি থেকে আমরা বেরোব, আর পাঁচটায় সল্টলেক পার্টি অফিসে যোগদান।’

 

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর