বাংলা হান্ট ডেস্কঃ সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন (Assembly Election) ! তার আগেই উত্তপ্ত ত্রিপুরা (Tripura)। বছরের শুরুতেই ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী (Former Chief Minister) তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব দেবের (Biplab Kumar Deb) পৈতৃক বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল। শুধু তাই নয়, নেতার গাড়িও ভাঙচুর করল দুষ্কৃতীরা। বিপ্লব দেবের অভিযোগ, সিপিএমের (CPM) আশ্রিত গুন্ডারাই এই তান্ডব চালিয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে লাল শিবির। মঙ্গলবার এই ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
বিপ্লব দেবের পৈতৃক বাড়ি উদয়পুরের জামজুরিতে। সূত্রের খবর, প্রতি বছরই তিঁনি তাঁর বাবা হিরুধন দেবের স্মৃতিতে সেই ভিটেতে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেন। আগামী কিছুদিনের মধ্যেই সেই অনুষ্ঠান হওয়ার কথা। কিন্তু ঠিক তার আগেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে চলল ‘জেহাদি’ দের তান্ডব। এমনকি তাঁর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার মত অভিযোগ উঠে এসেছে। পাশাপাশি নেতার বাড়ির পাশের একটি দোকান এবং কয়েকটি গাড়িতেও আগুন লাগানো হয় বলে অভিযোগ।
প্রসঙ্গত, এই প্রথম নয়! ২০১৭ সালের বিধানসভা নির্বাচনের আগে একাধিকবার আক্রান্ত হন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী। সেই ধারাই অব্যাহত রেখে ২০২৩ সালের বিধানসভার নির্বাচন আগে ফের হামলা চলল বিপ্লব দেবের বাড়িতে। অমানবিক এই ঘটনার তীব্র নিন্দা করেছেন রাজ্যসভার সাংসদ বিপ্লব দেব। পাশাপাশি গেরুয়া শিবিরের অভিযোগ, কমিউনিস্ট পার্টির উসকানিতেই এই তান্ডব চালিয়েছে জেহাদিরা।
ঘটনা প্রসঙ্গে, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন , “এটা সিপিএমের দুষ্কৃতীদের কাজ। একটা মিছিল করে আসছিল তারা। সেই সিপিএমের মিছিল থেকে হামলা চালানো হয়।” যদিও বিপ্লব দেবের কথা তুড়ি মেরে উড়িয়ে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে সিপিএম।