বাংলা হান্ট ডেস্কঃ ভারতের প্রাক্তন উপরাষ্ট্রপতি হামিদ আনসারি নিজের নতুন বইয়ের প্রমোশনে একটি বেসরকারি চ্যানেলে সাক্ষাৎকার দেন। সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ধর্মনিরপেক্ষতা এখন ভারত সরকারের অ্যাজেন্ডাতে নেই। ২০১৪ সালের আগে পর্যন্ত সরকার ধর্মনিরপেক্ষতা নিয়ে কাজ করত।” যদিও ‘মুসলিমরা অসুরক্ষিত” নিজের এই বহুচর্চিত বয়ান নিয়ে যখন প্রাক্তন উপরাষ্ট্রপতিকে প্রশ্ন করা হয়, তখন তিনি টিভি অ্যাঙ্কারের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলে সাক্ষাৎকার ছেড়ে চলে যান।
একটি বেসরকারি চ্যানেলে শনিবার রাতে প্রসারিত হওয়া সাক্ষাৎকারে হামিদ আনসারি নিজের বইয়ে লেখা কথা বলার সময় বলেন, আজ সরকারের শব্দকোষে সেকুলারিসম শব্দ নেই। যখন ওনাকে জিজ্ঞাসা করা হয় যে, ২০১৪ সালে আগে সরকারের শব্দকোষে এই শব্দ ছিল কি না? তখন তিনি বলেন ছিল ঠিকই, কিন্তু পর্যাপ্ত পরিমাণে না। উনি এও বলেন যে, উত্তর প্রদেশে ধর্মের নামে মানুষকে জেলে বন্দি করা হচ্ছে।
হামিদ আনসারি লাভ জিহাদ আর তিন তালাক নিয়ে কথা বলার সময় বলেন, ‘উত্তর প্রদেশে ধর্মের নামে আর ধর্ম দেখে মানুষকে জেলে বন্দি করা হচ্ছে। তিন তালাক কখনো ধার্মিক মান্যতা পায়নি, এটা সমাজের কালো অধ্যায় ছিল। এর বিরুদ্ধে আইন হয়েছে ঠিকই হয়েছে, কিন্তু এই আইনকে ভুল ভাবে লাগু করা হচ্ছে।”
हामिद अंसारी को देश ने सब दिया और उन्होंने….
हामिद अंसारी के साथ मेरा पहला और संभवतः
आखिरी इंटरव्यू 5.55 PMक्योंकि पुस्तक का प्रचार करने नहीं सवाल पूछने गया था। @ZeeNews @sudhirchaudhary @ParitoshChoubey @shaileshraanjan pic.twitter.com/4nffaGo6St
— Aman Chopra (@AmanChopra_) January 30, 2021
প্রাক্তন উপরাষ্ট্রপতিকে টিভি অ্যাঙ্কার একের পর এক প্রশ্ন করতে থাকেন। তিনি হিন্দু সন্ত্রাসবাদ থেকে তোষণ নীতি আর মুসলিমরা অসুরক্ষিত, মব লিঞ্চিং নিয়ে প্রশ্ন করেন। এরকম প্রশ্ন করার হামিদ আনসারি রেগে যান আর মাঝ পথেই ইন্টারভিউ ছেড়ে চলে যান।