বাংলাহান্ট ডেস্ক : মহাকাশ বিজ্ঞানীদের (Scientist) নজরে এবার পৃথিবীর (Earth) নতুন চাঁদ (Moon)। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিবীর কোনও প্রাকৃতিক বা কৃত্রিম উপগ্রহ নয়। কিন্তু ক্রমশ সে পৃথিবীকে প্রদক্ষিণ করছে। মহাকাশ বিজ্ঞানীদের মতে, এর নাম কোয়াসি মুন বা অর্ধেক চাঁদ।
তবে জানেন কি এই কোয়াসি মুন বা অর্ধেক চাঁদ ঠিক কি? সে কথাই জানাবো আজকের এই প্রতিবেদনে। আসলে এটি হল স্পেস রক। সূর্যের মাধ্যাকর্ষণ শক্তির আকর্ষণেই এই চাঁদ ক্রমশ পৃথিবীকে প্রদক্ষিণ করে চলেছে। হাওয়াইয়ে প্যান স্টারস টেলিস্কোপের সাহায্যে এই কোয়াসি মুন বা অর্ধেক চাঁদকে আবিষ্কার করেছেন মহাকাশ বিজ্ঞানীরা।
মহাকাশ বিজ্ঞানীদের মতে, সূর্যকে প্রদক্ষিণ করতে মোট ৩৬৫ দিন সময় লাগে এই অর্ধেক চাঁদের। অর্থাৎ পৃথিবীর মতোই সারাক্ষণ এটি প্রদক্ষিণ করছে সূর্যকে। সদ্য আবিষ্কৃত এই অর্ধেক চাঁদের নামকরণ করা হয়েছে মহাকাশ বিজ্ঞানীদের তরফে। এর নাম ‘২০২৩ FW ১৩’।
২০২৩ সালের মার্চ মাসে প্রথমবার চিহ্নিত করা হয় এই অর্ধেক চাঁদকে। জানা যাচ্ছে, মাত্র ৫০ ফিট বা ১৫ মিটার ব্যাস বিশিষ্ট এই কোয়াসি মুন। হাওয়াই দ্বীপপুঞ্জের আগ্নেয়গিরি হ্যালিকালার ওপর থেকেই এর দর্শন পেয়েছিলেন বিজ্ঞানীরা। এরপর ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক ইউনিয়নের মাইনর প্লানেট সেন্টারের তরফে করা হয় বহু পরীক্ষা নিরীক্ষা। অবশেষে সিলমোহর দেওয়া হয় কোয়াসি মুনের অস্তিত্বে।
জানিয়ে রাখি, এই সংস্থার বিজ্ঞানীরা সৌরজগতের বিভিন্ন জিনিস নিয়ে রিসার্চ করে থাকেন। সৌরজগতের নতুন চাঁদ, গ্রহদের চিহ্নিত করার কাজ করেন তাঁরা। বিজ্ঞানীদের অনুমান, আগামী ১৭ বছর পৃথিবী এবং সূর্যকে একইভাবে প্রদক্ষিণ করে যাবে এই অর্ধেক চাঁদ।