তাজমহলে নামাজ পড়ার অপরাধে গ্রেফতার চার পর্যটক, তদন্তে নামল পুলিশ তাজমহলে নামাজ পড়ার অপরাধে গ্রেফতার চার পর্যটক, তদন্তে নামল পুলিশ

বাংলাহান্ট ডেস্ক : বিতর্ক যেন পিছুই ছাড়ছে না তাজমহলের। এবার অভিযোগ উঠলো সৌধ চত্তরে চার পর্যটকের নামাজ পড়া নিয়ে। ইতিমধ্যেই চার অভিযুক্তকে আটক করেছে প্রশাসন।

পুলিশ সূত্রে খবর, তাজমহলে চত্তরে নামাজ পড়ার অপরাধে চার জনকে গ্রফতার করেছে সিআইএসএফ। জানা যাচ্ছে, চার জনের মধ্যে তিনজন হায়দরাবাদ এবং আর একজন আজমগড়ের বাসিন্দা। সিআইএসএফ চার জনেকেই আটক করে আগ্রা পুলিশের কাছে হস্তান্তর করে।

তাজমহলের মূখ্য দরজার পশ্চিম দিকে শাহী মসজিদ আছে। নিয়মানুসারে প্রতি শুক্রবার তাজমহল সমস্ত পর্যটকদের জন্য বন্ধ থাকে। শুধুমাত্র দুপুর ১২:০০ থেকে ২:০০ পর্যন্ত নমাজ পড়ার জন্য খুলে দেওয়া হয়। কী হয়েছিল সেইদিন? সূত্র মারফত জানা যাচ্ছে, ঘটনার দিন অর্থাৎ বুধবার ওই চার অভিযুক্ত মসজিদে নিয়মবিরুদ্ধ ভাবে নমাজ পড়েছে। যদিও এএসআই শুধুমাত্র শুক্রবারই নমাজ পড়ার অনুমতি দেয়।

ইন্তজামিয়া কমিটির অধ্যক্ষ ইব্রাহিম জৈদী বলেন, এতকাল ধরে তাজমহলের মসজিদে নমাজ পড়া হয়। সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশের দোহাই দিয়ে এএসআই তাজমহলে নমাজ নিষিদ্ধ করেছে। যদি এইরকম নির্দেশ থাকে তাহলে তাজমহলের বাইরে বোর্ড লাগানো উচিত।

প্রায় এক মাস হতে চলল তাজমহলের নিয়ে বিবাদ শুরু হয়েছে। গতমাসে অযোধ্যার মহন্ত পরমহংস দাস তাজমহলকে তেজোমহালয় শিব মন্দির বলে ভূমি পূজা করার কথা ঘোষণা করেন। যদিও স্থানীয় মুসলিমরা মহন্তকে রাস্তাতেই আটকে দেন এবং এক রাতের জন্য নজর বন্দীও করে রাখেন। এরপর অযোধ্যার এক বিজেপি নেতা তাজমহলের বন্ধ দরজা খোলার জন্য লক্ষ্মৌ হাইকোর্টে আপিল করেন। যদিও এই আপিল বাতিল হয়ে যায়। বুধবারের নমাজ পড়ার ঘটনায় সেই বিতর্ক আরও একটু তীব্র মাত্রা পেল তা বলাই বাহুল্য।


Sudipto

সম্পর্কিত খবর