বাংলা হান্ট ডেস্কঃ পাকিস্তানের মাত্র 20 বছর বয়সী এই ক্রিকেটার টি-টোয়েন্টি ক্রিকেটে নজির গড়লেন। চার বলে চারটি উইকেট তাও আবার প্রত্যেকটি ক্লিন বোল্ড। টি-টোয়েন্টি ক্রিকেটে এই বিশেষ নজির গড়লেন পাকিস্তানের মাত্র কুড়ি বছর বয়সী পেস বোলার শাহীন আফ্রীদি।
পাকিস্তানের এই তরুণ পেসার আফ্রিদি ইংল্যান্ডের টি-টোয়েন্টি টুর্নামেন্টে হাম্পশায়ারের হয়ে মিডলসেক্সের বিরুদ্ধে এমনই আগুনে বোলিং করলেন। মাত্র 19 রান দিয়ে 6 উইকেট নিয়ে মিডলসেক্সের ব্যাটিং লাইনআপ একেবারে তছনছ করে দিলেন এই তরুণ পাক বোলার। সেই সঙ্গে মিডলসেক্সের জয়ের স্বপ্নেও জল ঢেলে দিলেন শাহিন আফ্রিদি।
হাম্পশায়ার প্রথমে ব্যাট করে নির্ধারিত কুড়ি ওভার শেষে 144 রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে 4 উইকেট হারিয়ে 18 ওভারে 121 রান তুলে নেয় মিডলসেক্স। মিডলসেক্সের জয়ের জন্য 12 বলে 21 রান প্রয়োজন ছিল। সেই সময়েই বাজিমাত করেন এই পাক বোলার। এক ওভারে চারটি উইকেট তুলে নিয়ে ম্যাচের রং বদলে দেন শাহিন আফ্রিদি। সেই সঙ্গে এই ম্যাচ জিতে নেয় হাম্পশায়ার।