চাপ বাড়লো আমজনতার, এবার এক হয়ে যাচ্ছে ৪টি সরকারি ব্যাঙ্ক! বড়সড় সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার

বাংলাহান্ট ডেস্ক : ফের একবার ব্যাংক একত্রীকরণের পথে হাঁটতে চলেছে কেন্দ্র (Central Government)। ভারত সরকার এবার চারটি ছোট সরকারি ব্যাংককে (Bank) একত্রীকরণ করার ভাবনা চিন্তা করছে। সূত্রের খবর, সরকার PSU ব্যাঙ্কগুলির একীভূতকরণের ভাবনা-চিন্তা শুরু করেছে। সেক্ষেত্রে সরকার চারটি সরকারি ব্যাংককে একত্রীকরণের বিবেচনার পর্যায়ে রেখেছে দুটি বিকল্প।

কেন্দ্রের (Central Goverment) সিদ্ধান্তে এক হয়ে যাচ্ছে ৪টি সরকারি ব্যাঙ্ক (Bank)

এই পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য সরকার পরিবর্তন আনতে পারে ব্যাঙ্কিং নিয়ন্ত্রণ সংশোধনী আইনেও। সরকার যে চারটি PSU ব্যাংককে একত্রীকরণের পরিকল্পনা করেছে তার মধ্যে রয়েছে UCO ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র (Bank of Maharashtra), পাঞ্জাব অ্যান্ড সিন্ধু ব্যাঙ্ক (Punjab & Sind Bank) আর সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Central Bank of India)।

   

আরোও পড়ুন : বর্ষার মরশুমে একবার হলেও ঘুরে আসুন ভারতের এই ৯ টি টুরিস্ট স্পট, জীবনেও ভুলতে পারবেন না সৌন্দর্য

সরকারের একত্রীকরণের বিষয়ে দুটি বিকল্পের মধ্যে একটি হল UCO ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের মার্জ ও পাঞ্জাব অ্যান্ড সিন্ধু ব্যাঙ্ক এবং সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মার্জ। দ্বিতীয় বিকল্প হল সফটওয়্যারের ভিত্তিতে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং কানারা ব্যাঙ্ক বা ইন্ডিয়ান ব্যাঙ্ককেও একীভূত করা। এই একত্রীকরণের জন্য সরকার বিশেষ প্রস্তুতি নিতে শুরু করেছে।

this bank gave a big shock to the customers

পরিবর্তন আনা হতে পারে ব্যাঙ্কিং নিয়ন্ত্রণ সংশোধনী আইনে। যদিও সরকারের (Central Government) এই একীভূতকরণ নিয়ে কর্মচারীদের একাংশ বিরোধিতা করেছে। তাদের আশঙ্কা সরকার এই সিদ্ধান্ত নিলে চাকরি হারাতে হতে পারে তাদের। কিন্তু একীভূতকরণ সংক্রান্ত কোনও সিদ্ধান্তে সরকার ছাড়া ব্যাঙ্কগুলোর কোনও ভূমিকা থাকবে না।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর