বাংলাহান্ট ডেস্ক : বেজে গেল ইন্ডিয়ান আইডল ১৫ র (Indian Idol 15) ফিনালের দামামা। দিকে এগোচ্ছে এই রিয়েলিটি শো। চলতি সপ্তাহেই সেমি ফিনালে পর্ব সম্প্রচারিত হওয়ার কথা রয়েছে। মোট ৮ জনকে নিয়ে এগোবে। তাদের মধ্যে থেকে আবার বিজয়ী হওয়ার লড়াই। ইতিমধ্যেই প্রকাশ্যে আসা আটজনের তালিকায় দেখা গিয়েছে চারজনই বাঙালি। ফলত আবার নতুন করে আশার আলো দেখছে বাংলা।
ইন্ডিয়ান আইডল (Indian Idol 15) সেমিফাইনালে চার বাঙালি
সম্প্রতি সেমি ফাইনালের (Indian Idol 15) মোট আট জনের তালিকা সামনে আনা হয়েছে। সেখানে রয়েছেন মানসী ঘোষ, মিশমি বসু, প্রিয়াংশু দত্ত এবং শুভজিৎ চক্রবর্তী সহ চার জন বাঙালি প্রতিযোগী। অন্যান্য সেমি ফাইনালিস্টদের মধ্যে রয়েছেন চৈতন্য দেবাদে, স্নেহা, রাগিণী শিন্ডে এবং অনিরুদ্ধ সুসওয়ারাম।
বিশেষ পর্বে থাকছেন করণ: সম্প্রতি ইন্ডিয়ান আইডল (Indian Idol 15) সেমি ফাইনালের একটি প্রোমো সামনে এসেছে। সেখানে দেখা গিয়েছে, বিশেষ পর্বে শোতে উপস্থিত থাকবেন পরিচালক প্রযোজক করণ জোহর। প্রতিযোগীদের পারফরম্যান্স দেখে প্রোমোতে করণকে বলতে শোনা যায়, এই মঞ্চ সঙ্গীতের জন্ম দেয়। তিনি আরো বলেন, বিজয়ী একজনই হবেন, কিন্তু কারোরই গুণের কোনো কমতি নেই।
আরো পড়ুন : “শুধু পরকীয়াই দেখিয়ে গেল”, রাইকে ছেড়ে এবার শ্যালিকা নীলুর সঙ্গে ঘনিষ্ঠ অনির্বাণ! চটে লাল দর্শক
কী দেখা গেল প্রোমোতে: সেমি ফাইনালের প্রোমোতে প্রিয়াংশুকে করণ প্রযোজিত ‘ব্রহ্মাস্ত্র’ ছবির ‘কেশরিয়া’ গানটি গাইতে শোনা যায়। তাঁর গানে মুগ্ধ হয়ে উঠে দাঁড়িয়ে হাততালি দেন শ্রেয়া ঘোষাল (Indian Idol 15)। নাচতে দেখা যায় বাদশাকেও। আট জনের মধ্যে যে কড়া টক্কর হতে চলেছে তা স্পষ্ট বোঝা যাচ্ছে। শেষ হাসি কে হাসেন সেটাই দেখার অপেক্ষা।
আরো পড়ুন : সিরিয়ালের সেটেই দ্বিতীয় প্রেম! তিয়াশার পর সুবানও জড়ালেন নতুন সম্পর্কে?
প্রসঙ্গত, এবারেও বিজয়ীর ট্রফি নিয়ে আশায় বুক বাঁধছে বাংলা। চার জন বাঙালি প্রতিযোগী কতটা দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারেন সেটাই দেখার অপেক্ষা। উল্লেখ্য, গত বছরের অক্টোবর মাস থেকে শুরু হয়েছিল ইন্ডিয়ান আইডল ১৫। দীর্ঘ লড়াই শেষে কার মাথায় বিজয়ীর শিরোপা উঠবে সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।