মারধর নয়, যুবকদের দারুন পদ্ধতিতে শাস্তি দিলেন পুলিশকর্মীরা

তামিলনাড়ুর তিরুপ্পুরে,  ফাঁকা রাস্তায় চারজন যুবক লকডাউনের তোয়াক্কা না করেই রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলো। এরপর রাস্তায় পুলিশ তাদের পাকড়াও করে। অ্যাম্বুল্যান্সে জোর করে তুলে দেয় পুলিশ। অ্যাম্বুল্যান্সে আগেই থেকে একজন মাস্ক পড়ে ছিলেন। তিনি কোরোনা ভাইরাসে সংক্রামিত।আর এরপরেই  অ্যাম্বুল্যান্সের ভেতর তুলে দেওয়া হয় ঐ  যুবকদের।

তাদের বলা হয় সংক্রামিত ওই ব্যক্তির সাথে তাদের হাসপাতালে নিয়ে গিয়ে পরীক্ষা করানো হবে। আর এর পরেই কোরোনা সংক্রামিত তাদের কাছে গিয়েছে জিজ্ঞেস করেছে তারাও কোরোনা সংক্রামিত হতে চায় কিনা। এই কথা শোনা মাত্রই চক্ষু চরকে যায় ঐ যুবকদের। এরপরে তারা জানলা দিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে চেপে ধরে। পড়ে জানা যায় ঐ যুবকদের শাস্তি দিতে পুলিশ এই করোনা আক্রান্ত সেজে তাদের ভয় দেখাচ্ছিল। আর এই ঘটনা প্রকাশ্যে আসতে সবাই হেসে অবাক।

https://twitter.com/weluvcoimbatore/status/1253503191758536705?s=19

করোনা ভাইরাস নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কড়া ব্যবস্থা নিয়েছেন। আগামী দিন পরিষেবা স্বাভাবিক আর নিয়ন্ত্রণে রাখার জন্যে তিনি লক ডাউন করেছেন। এর মধ্যে কেটে গেছে তিরিশ দিন। তাও লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এখন সেই সময় যত এগোচ্ছে ততই বাড়ছে লক ডাউনের মেয়াদ। আগামী ৩রা মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়াচ্ছে বেশ কয়েকটি রাজ‍্য।

বাইরে বেরোনোয় কঠোর নিষেধাজ্ঞা জারি হয়েছে।তার মধ্যেই নানা জায়গায় অনেকে লক ডাউন অমান্য করেছেন। ইন্দোরের রাস্তায় এক যুবক লক ডাউন অমান্য করেছে পোর্শে নিয়ে বেরিয়ে ছিলো। আর ফাঁকা রাস্তা পেয়ে তীব্র গতিতে গাড়ি চালিয়ে যাওয়ার শাস্তি পেতে হয়েছে হাতেনাতে। দুর্ভাগ্যক্রমে শহরের সুরক্ষা কাউন্সিল তাকে নিয়ম ভঙ্গ করতে দেখে কান ধরে উঠবস করার শাস্তি দেয়। আর এর মধ্যেই ফের আরেকটা ঘটনা ঘটে তামিলনাড়ুতে।

সম্পর্কিত খবর