বাংলা হান্ট ডেস্কঃ করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে টিমের থেকে আলাদা যাত্রা করা ব্রাজিলীয় ফুটবল ক্লাব পালমসের চারজন ফুটবলার বিমান দুর্ঘটনায় প্রাণ হারান। এই বিমান দুর্ঘটনায় পালমস ক্লাবের প্রেসিডেন্ট সহ চারজন ফুটবলার প্রাণ হারান। ক্লাবের ফুটবলাররা ভিলা নোভার সাথে ম্যাচ খলে গোয়নিয়া যাচ্ছিলেন। ক্লাবের মুখপাত্র ইজাবেলা মার্টিন্স জানান, খেলোয়াড়রা বেসরকারি বিমানে করে যাত্রা করছিলেন। তাঁরা করোনায় আক্রান্ত ছিলেন বলে, টিমের থেকে আলাদা সফর করছিলেন। মার্টিন্স বলেন, রবিবার তাঁদের কোয়ারেন্টাইনের শেষ দিন ছিল।
দুই ইঞ্জিনের এই বিমানে পাইলট সমেত ছয়জন যাত্রী সফর করতে পারে। আর এই বিমান দুর্ঘটনায় পাইলটেরও মৃত্যু হয়েছে বলে জানা যায়। আকস্মিক এই বিমান দুর্ঘটনায় শোকের ছায়া বিশ্ব ফুটবল মহলে।