বাংলাহান্ট ডেস্ক : ঘুরতে যেতে কার না ভালো লাগে! কেউ ঘুরতে যেতে পছন্দ করেন পাহাড়ে, আবার কারোর পছন্দ সমুদ্র। কেউ সময় পেলে হারিয়ে যান জঙ্গলের আদিমতায়, আবার কেউ হাতে কিছু দিনের ছুটি পেলে ঘুরতে চলে যান নিকট আত্মীয়র বাড়ি। তবে একটানা ছুটি পাওয়া আজকাল খুবই দুষ্কর। পুজো ও অন্যান্য কিছু পার্বণ ছাড়া দু’দিনের বেশি ছুটি (Holidays) পাওয়া স্বপ্ন।
আগস্টে টানা চারদিন ছুটি (Holidays) পাবেন
তবে আগস্ট (August) মাসে আপনি পেয়ে যেতে পারেন একটানা চার দিন ছুটি (Holidays)। শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি। চার দিন ছুটি পেলে অনায়াসে ঘুরে আসা যায় দীঘা-পুরী কিংবা পাহাড়। যারা অনেকদিন ধরে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন তাদের জন্য আগস্ট মাস আদর্শ হতে পারে।
আরোও পড়ুন : অনন্ত-রাধিকার বিয়ে উপলক্ষ্যে ৩ মাসের বিনামূল্যে Jio রিচার্জ দিচ্ছেন আম্বানি? হইচই দেশজুড়ে
এই আগস্ট মাসে একটু মাথা খাটালেই পেয়ে যাবেন একটানা চার দিনের ছুটি। আগস্ট মাসে ঘুরতে গেলে বেশ কিছু লাভ রয়েছে আপনার। এই সময়টা গরম অপেক্ষাকৃত কম থাকবে। তাছাড়া আগস্ট মাসের পর শুরু হয়ে যাবে পুজোর সিজন। সেই সময় ট্রেন বা হোটেল, জায়গা পাওয়া সব জায়গাতেই সমস্যা।
আরোও পড়ুন : সূর্যকে বাঁচাতে হাত মেলাল দীপা-মিশকা! TRP তুলতে তোলপাড় করা টুইস্ট ‘অনুরাগের ছোঁয়া’য়
তাই আগস্ট মাসের ছুটিকে কাজে লাগিয়ে চার দিন কোথাও থেকে নিরিবিলিতে ঘুরে আসতে পারেন অনায়াসে। ১৫ ই আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে কিন্তু এই চার দিনের ছুটির (Holidays) কথা আমরা বলছি। এবার ১৫ ই আগস্ট পড়েছে বৃহস্পতিবার। তারপরের দিন অর্থাৎ ১৬ই আগস্ট, শুক্রবার সাধারণ কর্মদিবস।
আবার শনি ও রবিবার অধিকাংশ সরকারি কর্মচারী ও শিক্ষক-শিক্ষিকাদের ছুটি থাকে। তাই যদি মাঝের শুক্রবার সিএল নিয়ে নেওয়া যায় তাহলে একটানা ১৫ তারিখ থেকে ১৮ তারিখ পর্যন্ত ছুটি উপভোগ করতে পারবেন। মাঝে শুধুমাত্র শুক্রবার ম্যানেজ করতে পারলেই কেল্লাফতে। অনায়াসে আপনারা এই চার দিন বন্ধুবান্ধব বা আত্মীয়দের সাথে ঘুরে আসতে পারেন পছন্দের জায়গা থেকে।