বোমা বাঁধার সময়ই বিস্ফোরণ! দিনহাটায় দুই শিশু সহ আহত ৪, আতঙ্ক গোটা এলাকায়

বাংলা হান্ট ডেস্ক : বেজে গিয়েছে পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) দামামা। হাতে বাকি আর মাত্র ৩ দিন। কিন্তু হিংসা থামার কোনও লক্ষণ নেই। গুলি-বোমাবাজির অভিযোগ আসছে অনবরত। মঙ্গলবার খবরের শিরোনামে ফের উঠে এল কোচবিহারের (Cooch Behar) দিনহাটার নাম। এবার বোমা বাঁধার সময় বিস্ফোরণে জখম হল দুই শিশু-সহ মোট চার জন। প্রত্যেকেই হাসপাতালে চিকিৎসাধীন।

জানা যাচ্ছে, দিনহাটার গোসানিমারির ২ গ্রাম পঞ্চায়েতের একটি বাড়িতে বোমা বাঁধার কাজ চলছিল। বোমা বাঁধার সময় পরপর অন্তত ৪-৫টি বোমা ফাটে। স্থানীয় সূত্রে খবর সাত্তার মিঞার বাড়িতে বোমা বাঁধার কাজ চলছিল।

ওই জায়গায় উপস্থিত ছিলেন মোজফফর মিঞা নামে অপর এক ব্যক্তি। বিস্ফোরণে গুরুতর জখম হয়েছেন দুজনই। সাত্তার মিঞার বাড়িতে থাকা দুই শিশুও জখম হয়েছে। নাম-লতিফ মিঞা ও লুৎফর মিঞা। দুজনের আঘাতই গুরুতর। চারজনই দিনহাটা হাসপাতালে চিকিৎসাধীন।

Sitting in a bamboo garden to make a bomb explosion in bengal
প্রতীকী ছবি

স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি,সাত্তার মিঞার বাড়িতে বোমা বাঁধা হয়। সেগুলি বিজেপি কেনে। এবারও পঞ্চায়েত নির্বাচনে গেরুয়া শিবিরের জন্যই বোমা বাঁধছিল। যদিও অভিযোগ অস্বীকার করে বিজেপির পালটা দাবি, সাত্তার মিঞা তৃণমূল সমর্থক।

বিজেপির আরও দাবি, তৃণমূলের জন্যই ওরা বোমা বাঁধে। সেখান থেকেই এই বিস্ফোরণ ঘটে। এর আগে মালদহ, মুর্শিদাবাদ, ভাঙড় থেকে বোমাবাজির অভিযোগ উঠেছে। এমনকী, বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে মেদিনীপুরেও। এবার জখম হল ২ শিশু।

সাত্তারের বাড়িতে বোমা কোথা থেকে এল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিস। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ঘটনার প্রত্যক্ষদর্শীদের। স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, তৃণমূল প্রার্থীর বাড়িতে চলছিল বোমা তৈরির কাজ। প্রার্থীর স্বামী সাত্তার মিয়াঁও এই ঘটনার সঙ্গে জড়িত। বোমা বানাতে গিয়েই বোমা ফেটে যায় এবং সেই সময় চারজন আহত হন।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর