উড়িষ্যায় বড়সড় সফলতা সেনার, অভিযানে খতম হল চার সিপিআই মাওবাদী জঙ্গি

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ উড়িষ্যার (Odisha) কন্ধমাল জেলায় সেনা আর নকশাল (naxal) জঙ্গিদের মধ্যে এনকাউন্টার হয়। রাজ্যের পুলিশ রবিবার জানায় যে, এই এনকাউন্টারে চার জঙ্গি খতম হয়েছে। বিশেষ অপারেশন গ্রুপের জওয়ান, নকশাল বিরোধী গ্রুপ আর উড়িষ্যা পুলিশের জওয়ানরা মিলে এই অভিযান চালায়।

জানা যাচ্ছে যে, এই এনকাউন্টার কন্ধমাল জেলার তুমুদিবাঁধ এলাকায় হয়েছে। পুলিশ ডিজি অমিতাভ ঠাকুর বলেন, আমরা চারজন সিপিআই (মাওবাদী) ক্যাডারের মৃত্যুর খবর পেয়েছি। তল্লাশি অভিযানের জন্য আরও জওয়ান পাঠানো হচ্ছে।

নকশাল বিরোধী অভিযানের স্পেশ্যাল অপারেশন গ্রুপ মাওবাদীদের লুকিয়ে থাকার খবর পেয়েছিল। ঘটনাস্থলে সংযুক্ত দল পৌঁছানর পর তাদের আত্মসমর্পণের জন্য বলা হয়। কিন্তু মাওবাদীরা সেনার উপর গুলি চালানো শুরু করে দেয়। সংযুক্ত দলও পাল্টা গুলি চালায় আর সেই গুলিতে চার নকশাল খতম হয়।

এর আগে শুক্রবার কন্ধমালের সমরবাঁধ গ্রামের কাছে সেনা মাওবাদীদের ক্যাম্প থেকে ১ কেজি বিস্ফোটক পদার্থ আর ২৮ টি ডেটোনেটর্স উদ্ধার করেছিল।

X