ভোট মিটতেই উত্তপ্ত মুর্শিদাবাদ! ছড়রা গুলিতে আহত শিশু সহ ৪ জন, অভিযুক্ত তৃণমূল!

বাংলা হান্ট ডেস্কঃ মঙ্গলবার পশ্চিমবঙ্গের পাঁচটি লোকসভা আসনে নির্বাচন হয়েছে। বহরমপুর, মুর্শিদাবাদ (Murshidabad), মালদহ উত্তর, মালদহ দক্ষিণ এবং জঙ্গিপুরে ভোট ছিল কাল। নির্বাচন মিটেছে ২৪ ঘণ্টাও হয়নি। তার আগেই উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদ। ছড়রা গুলিতে জখম হয়েছেন তিন শিশু সহ চারজন। অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে খবর, বুধবার সকালে পাশের বাড়ি ছাদ থেকে জল পড়া নিয়ে রানিতলা নিবাসী মনিরুদ্দিন শেখ এবং সৈয়দ আলির পরিবারের মধ্যে ঝগড়া শুরু হয়। এরপর তা হাতাহাতিতে গড়ায়। সেই সময়ই একজন দুষ্কৃতি বন্দুক নিয়ে এসে গুলি ছোঁড়ে বলে অভিযোগ।

ছড়রা গুলিতে আহত হন তিন শিশু। ৬ বছরে ইব্রাহিম শেখ ও ১০ বছরের সজীব শেখ এবং জসীমউদ্দিন শেখের চোট লাগে। রাজীব শেখ নামের এক স্থানীয় যুবকেরও চোট লেগেছে। আহতদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই চিকিৎসা চলছে তাঁদের।

আরও পড়ুনঃ অর্জুন গড়ে মোদীর সভা, তার আগেই যা হয়ে গেল… জেনেই ক্ষোভে ফেটে পড়ছেন সবাই!

মনিরুদ্দিনের অভিযোগ, দুই পরিবারের মধ্যে বচসা চলাকালীন হোসনাবাদ গ্রামের তৃণমূল গ্রাম পঞ্চায়েত সদস্যের নেতৃত্বে গুলিবৃষ্টি এবং ইট পাথর ছোঁড়া শুরু হয়। নিমেষের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে হাজির হয় রানিতলা থানার পুলিশ। এরপর তাঁরা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

Murshidabad firing incident Trinamool Congress accused

অন্যদিকে আহত শিশুদের বাড়িতে আসেন সিপিআইএমের নেতারা। প্রাক্তন সাংসদ তথা রাজ্যসভার সদস্য রদরুদ্দোজা খান এবং প্রাক্তন বিধায়ক তথা রাজ্যসভার সদস্য মহাসিন আলি দেখা করেন আহত শিশুদের পরিবারের সঙ্গে। অন্যদিকে যাঁদের বিরুদ্ধে গুলিবৃষ্টি এবং ইট পাথর ছোঁড়ার অভিযোগ, সেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়েছে। তবে নির্বাচনের পরের দিন রক্তারক্তি কাণ্ড ঘটায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর