বাংলাহান্ট ডেস্ক : সাম্প্রতিক অতীতে বহু জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে প্রশংসা ও পুরস্কার ছিনিয়ে নিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিস্ক প্রসূত চারটি জনমুখী প্রকল্প পুরস্কার জিতল জাতীয় স্তরে। একটি বেসরকারি সংবাদ সংস্থা আয়োজিত প্রতিযোগিতায় বাংলার প্রকল্পগুলি প্রথম পুরস্কারও জিতল। অনুষ্ঠান আয়োজকদের মতে পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্পগুলি আগামী দিনে সারাদেশের মধ্যে “মডেল” হয়ে উঠতে পারে।
পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প এর আগে অ্যাওয়ার্ড পেয়েছে। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের চার প্রকল্প ছিনিয়ে নিল জাতীয় স্তরের পুরস্কার।
যে চারটি প্রকল্প পুরস্কার গুলি পেয়েছে সেগুলি হল:
• দুয়ারে ত্রাণ
• দুয়ারে সরকার
• মাইনর মিনারেল সাপ্লাই চেন ম্যানেজমেন্ট
• ই-আবগারি
‘অ্যানালিটিক্স’ বিভাগে পুরস্কৃত হয়েছে দুয়ারে ত্রাণ প্রকল্প। পুরস্কার দাতারা জানিয়েছেন দুয়ারে ত্রাণ প্রকল্পের মাধ্যমে অতি সহজে প্রাকৃতিক দুর্যোগের সময় ও বিভিন্ন দপ্তরের মধ্যে জিপিএস এর মাধ্যমে সমন্বয় সাধন করে পরিষেবা প্রদান এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।৩.৮ লক্ষ্ মানুষ এই প্রকল্পের মাধ্যমে সুবিধা পেয়েছেন। আয়োজকরা বলেছেন দুয়ারে ত্রাণ প্রকল্প ভবিষ্যতে দেশের মধ্যে ত্রান বিলিতে মডেল হয়ে উঠতে পারে।
পাশাপাশি দুয়ারে সরকার প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকারের সবচেয়ে জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে একটি। রাজ্য ছাড়িয়ে দেশেও বহুবার এই প্রকল্প প্রশংসার সম্মুখীন হয়েছে। হিসাব অনুযায়ী এই প্রকল্পের মাধ্যমে ৫ কোটি ৫০ লক্ষ মানুষ সরাসরি সুবিধা লাভ করেছেন।‘আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স’ (AI) বিভাগে দুয়ারে সরকার প্রকল্প সেরা প্রকল্প হিসেবে নির্বাচিত হয়েছে।
ই – আবগারি প্রকল্পের মাধ্যমে বেড়েছে রাজস্ব আদায়ের পরিমাণ।‘ব্লক চেন’ বিভাগে পুরস্কৃত হয়েছে রাজ্য সরকারের ই-আবগারি বা স্টেট এক্সাইজ সাপ্লাই চেন ম্যানেজমেন্ট।