রঞ্জির ফাইনালে বাংলার সামনে চারবারের ফাইনালিস্ট শক্তিশালী সৌরাষ্ট্র।

কর্ণাটক কে হারিয়ে রঞ্জি ট্রফির সেমি ফাইনালে উঠেছে বাংলা। এবার ফাইনালে বাংলার সামনে কঠিন প্রতিপক্ষ চার বারের ফাইনালিস্ট সৌরাষ্ট্র। আগামী 9 ই মার্চ রঞ্জি ট্রফির ফাইনাল ম্যাচে মুখোমুখি হতে চলেছে বাংলা বনাম সৌরাষ্ট্র।

রঞ্জি ট্রফির প্রথম সেমি ফাইনালে কর্নাটক কে 127 রানে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলা অপরদিকে দ্বিতীয় সেমি ফাইনালে গুজরাট কে 92 রানে হারিয়ে ফাইনালে উঠেছে সৌরাষ্ট্র।

IMG 20200303 131843 1

দ্বিতীয় সেমি ফাইনাল ম্যাচে রাজকোট গুজরাটের মুখোমুখি হয়েছিল সৌরাষ্ট্র। চতুর্থ ইনিংসে জয়ের জন্য গুজরাটের সামনে 327 রানের লক্ষ্যমাত্রা খাড়া করে সৌরাষ্ট্র। তবে গুজরাটের ইনিংস শেষ হয়ে যায় মাত্র 224 রানেই। এরফলে এই ম্যাচে গুজরাট কে 92 রানে হারিয়ে রঞ্জি ট্রফির ফাইনালে উঠে গেল সৌরাষ্ট্র। সৌরাষ্ট্রের এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বাঁহাতি পেসার জয়দেব উনাদকার।

রঞ্জি ট্রফিতে সৌরাষ্ট্রকে ধারাবাহিক পারফরম্যার বলা হয় কারন সৌরাষ্ট্র চারবার ফাইনালে উঠেছে। গতবারও সৌরাষ্ট্র ফাইনালে উঠেছিল কিন্তু শেষ পর্যন্ত ফাইনালে বিদর্ভের কাছে হারতে হয় তাদের। এখন এটাই দেখার ফাইনাল ম্যাচে বাংলা দল কেমন পারফরম্যান্স করে কারন দীর্ঘ তেরো বছর পর ফাইনালে উঠেছে বাংলা।


Udayan Biswas

সম্পর্কিত খবর