বাংলা হান্ট ডেস্কঃ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। আর এরমধ্যে রাজনৈতিক চাপানউতোরও তীব্র হয়েছে। টিকিট বিতরণ শুরুর আগেই এক দল ছেড়ে অন্য দলে যোগ দেওয়ার প্রক্রিয়াও তীব্র হয়েছে। মঙ্গলবারই যোগী সরকারের ক্যাবিনেট মন্ত্রী স্বামী প্রসাদ মৌর্যের পদত্যাগ করেন।
এরপর কানপুরের বিলহাউরের বিজেপি বিধায়ক ভগবতী প্রসাদ সাগর, শাহজাহানপুরের তিলহার বিধানসভার বিধায়ক রোশন লাল ভার্মা এবং বান্দার তিন্দওয়ারির বিধায়ক ব্রজেশ প্রজাপতিও পদত্যাগ করেছেন। এই তিনজনেরও সমাজবাদী পার্টিতে যোগ দেওয়া নিয়ে জল্পনা বেড়েছে।
আর এরই মধ্যে আরও একটি বড়সড় ঝটকা খেল উত্তর প্রদেশের ভারতীয় জনতা পার্টি। এবার মুজফরনগরের মীরাপুর থেকে বিজেপি বিধায়ক অবতার সিং ভড়ানা দল ত্যাগ করলেন। তিনি বিজেপি ছেড়ে রাষ্ট্রীয় লোক দলে যোগ দিয়েছেন। বলে দিই, অবতার সিং চারবারের বিধায়ক। বুধবার সকালে তিনি RLD প্রধান জয়ন্ত চৌধুরীর সঙ্গে সাক্ষাৎও করেন।
অন্যদিকে, জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির (NCP) প্রধান শরদ পাওয়ার বলেছেন যে, আগামী দিনে আরও ১৩ জন বিজেপি বিধায়ক সমাজবাদী পার্টিতে যোগ দিতে পারেন। পাওয়ার বলেন, উত্তরপ্রদেশের মানুষ পরিবর্তন চাইছে।
মঙ্গলবার মুম্বাইতে একটি সংবাদ সম্মেলনের সময় তিনি বলেছেন যে, তার দল গোয়ায় আসন্ন বিধানসভা নির্বাচনে জন্য জোটের জন্য কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের সঙ্গে আলোচনা করছে। মনে করা হচ্ছে যে বিজেপিকে হারাতে মহারাষ্ট্রের আদলে গোয়াতেও মহাবিকাশ আঘাদির মতো জোট গড়ার চেষ্টা করতে পারেন পাওয়ার।