ছিল ভারতে সেমিকন্ডাক্টর প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা! আচমকাই বড় সিদ্ধান্ত নিল Foxconn

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড়সড় খবর সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, সোমবার তাইওয়ানের কোম্পানি ফক্সকন (Foxconn) বেদান্ত লিমিটেডের (Vedanta Limited) সাথে তার চুক্তি ভঙ্গ করেছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, এই দুই কোম্পানির সম্মিলিতভাবে ভারতে সেমিকন্ডাক্টর তৈরির একটি কারখানা স্থাপন করার কথা ছিল।

শুধু তাই নয়, ফক্সকন এবং বেদান্ত গত বছর এই প্রসঙ্গে চুক্তিও স্বাক্ষর করেছিল। তাইওয়ানের এই কোম্পানি গুজরাটে একটি সেমিকন্ডাক্টর প্ল্যান্ট স্থাপনের জন্য ১৯.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করার লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষর করে। যদিও, এবার সেই সিদ্ধান্ত থেকে সরে এল এই সংস্থা।

এই প্রসঙ্গে ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারার ফক্সকনের তরফে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে যে, “ফক্সকন এখন এই নামটি অপসারণের চেষ্টা করছে, যা এখন সম্পূর্ণরূপে বেদান্ত-র কোম্পানি।” তবে এই বিষয়ে উভয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

জানিয়ে রাখি যে, ফক্সকন এবং বেদান্ত গত বছর এই চুক্তিতে স্বাক্ষর করেছিল। তবে, ফক্সকন জানিয়ে দিয়েছে যে, এবার বেদান্ত-র সাথে তাদের আর কোনো সম্পর্ক নেই। যার ফলে এবার মূল নাম নিয়েও বিভ্রান্তি তৈরি হচ্ছে।

তবে, ভারতে সেমিকন্ডাক্টর ডেভেলপমেন্টের ক্ষেত্রে ফক্সকনের পূর্ণ আস্থা রয়েছে। ইতিমধ্যেই কোম্পানিটি জানিয়েছে, “আমরা ভারত সরকারের মেক ইন ইন্ডিয়া উদ্যোগকে সম্পূর্ণ সমর্থন করি এবং শেয়ারহোল্ডারদের চাহিদার কথা মাথায় রেখে পার্টনারশিপে এগোব।”

Foxconn suddenly made a big decision

উল্লেখ্য যে, গত সপ্তাহে বিলিয়নেয়ার অনিল আগরওয়ালের কোম্পানি বেদান্ত জানিয়েছে যে, তারা তাদের হোল্ডিং কোম্পানির মাধ্যমে সেমিকন্ডাক্টর এবং ডিসপ্লে গ্লাস বিজনেস ভেঞ্চারস কেনার লক্ষ্যে উদ্যোগী হচ্ছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর