ফ্রান্সকে হারিয়েও লাভ হলো না তিউনিশিয়ার, লেকির গোলে ফ্রান্সের সাথে যোগ্যতাঅর্জন অস্ট্রেলিয়ারও

বাংলা হান্ট নিউজ ডেস্ক: নাটকীয় ম্যাচে ঐতিহাসিক জয় পেলো তিউনিসিয়া। কিন্তু তারপরেও লাভ হলো না। অস্ট্রেলিয়ার কাছে ডেনমার্কের হারের কারণে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের তৃতীয় স্থানে অভিযান শেষ করল দেশটি। অর্থাৎ বিশ্বকাপের ‘ডি’ গ্রূপ থেকে ফ্রান্সের সাথে নক-আউটে পৌঁছলো অস্ট্রেলিয়া।

ক্রিশ্চিয়ান এরিকসনের ডেনমার্ক লড়াই করেও ছিটকে গেল গত ম্যাচে ফ্রান্স এবং আজকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারের পর। লেকির একমাত্র গোলে ডেনমার্ককে হারালো অস্ট্রেলিয়া। গ্রুপের প্রথম ম্যাচে ফ্রান্সের বিরুদ্ধে এগিয়ে গিয়েও বড় ব্যবধানে হারের মুখ দেখতে হয়েছিল তাদের।

কিন্তু তারপর পর পর দুই ম্যাচে ডেনমার্ক এবং তিউনিশিয়াকে ১-০ ব্যবধানে হারিয়ে তারা পরের রাউন্ডের টিকিট জোগাড় করে ফেলল। গতবারের ইউরোর সেমিফাইনাল অবধি পৌঁছানো ডেনমার্ক বিশ্বকাপে একটি ম্যাচ জিততে পারল না। একটি ম্যাচ ড্র করে এবং দুটি ম্যাচ হেরে গ্রুপের শেষ স্থানে থেকে বিশ্বকাপ অভিযান শেষ করল।

অপরদিকে তিউনিশিয়ার নিজেদের ঐতিহাসিক জয়ের লিপিবদ্ধ করার পর আজ চেয়েছিল ডেনমার্ক জিতুক কিংবা ম্যাচটা ড্র হোক। তাহলে অঙ্কের বিচারে তাদের পরবর্তী রাউন্ডে যাওয়ার সুযোগ থাকতো। কিন্তু তেমনটা হলো না।

যদিও আজ ফ্রান্স নিজেদের তারকা ফুটবলের বিশ্রাম দিয়েছিল তবুও তিউনিশিয়ার লড়াইয়ের প্রশংসা করতেই হয়। ৫৮ মিনিটে তাদের স্ট্রাইকার ওয়াহাবি খাজরী গোল করে ফ্রান্সের বিরুদ্ধে এগিয়ে দেন নিজের দেশকে। শেষ দিকে বড় তারকাদের নামিয়ে জয়ের জন্য একটা মরিয়া চেষ্টা করেছিল ফ্রান্স। অতিরিক্ত সময়ের ৮ মিনিটে ফরাসি তারকা গ্রিয়েজম্যান গোল করে সমতা ফেরালে নাটকীয় পরিস্থিতি তৈরি হয় এবং পরে ভার সেই গোলটিকে অফসাইডের কারণে বাতিল করে। কিন্তু তাতে শেষ পর্যন্ত লাভ হয়নি আফ্রিকার দেশটির।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর