বিপদের দিনে বন্ধু প্রেম, অক্সিজেন-ভেন্টিলেটর দিয়ে ভারতকে সাহায্যের ঘোষণা ফ্রান্সের

বাংলাহান্ট ডেস্কঃ ভারতের (india) বিপদের দিনে পাশে দাঁড়াল বন্ধু দেশ ফ্রান্স (france)। করোনার বিরুদ্ধে লড়াইয়ে এবার প্রয়োজনীয় উপাদান দিয়ে ভারতকে সাহায্যের ঘোষণা করল ফ্রান্স। জানাল, ফ্রান্স থেকে ভারতে যাবে- ২০০০ জন রোগীর জন্য তরল অক্সিজেন, উচ্চক্ষমতাসম্পন্ন অক্সিজেন জেনারেটর, ২৮টি ভেন্টিলেটর ও আইসিউয়ের প্রয়োজনীয় সরঞ্জাম।

করোনার দ্বিতীয় ঢেউ দেশে মাথাচাড়া দিতেই হুহু করে বাড়ছে সংক্রমণের হার। সেইসঙ্গে অক্সিজেন, হাসপাতালে বেড সংকটও দেখা দিচ্ছে। এই পরিস্থিতিতে অস্কিজেনের অভাবে বিভিন্ন হাসপাতালেই রোগী মারা যাওয়ার খবর প্রকাশ্যে আসছে। ভারতের এই সংকটের দিনে পাশে দাঁড়াল বন্ধু দেশ ফ্রান্স।

সৌদি আরব, জার্মানির পর এবং ফ্রান্স থেকে ভারতে আসবে অক্সিজেন এবং প্রয়োজনীয় সরঞ্জাম। ভারতের ফরাসি অ্যাম্বাস্যাডর ইমানুয়েল লিনেন এক ট্যুইট বার্তায় জানান, ‘আগামী কয়েকদিনের মধ্যেই ভারতের সাহায্যে ফান্স থেকে উপাদান পৌঁছে যাবে। যার মধ্যে থাকছে- বছরব্যাপী ২৫০ বেডের জন্য অক্সিজেন উৎপাদনকারী ৮ টি অক্সিজেন জেনারেটর। থাকছে তরল অক্সিজেন, যা ২০০০ রোগীকে ৫ দিন পরিষেবা দিতে পারবে। এছাড়াও ২৮টি ভোন্টিলেটর ও ICU এর সরঞ্জাম পাঠাচ্ছে ফ্রান্স’। এছাড়াও তিনি জানান, ভারতের স্বাস্থ্য পরিকাঠামোতে উন্নতির জন্যও পরিকল্পনা রয়েছে ম্যাক্রোঁর। এই কাজে তাঁর পাশে রয়েছে ভারতে অবস্থিত ফরাসি কোম্পানি ও ইউরোপীয় ইউনিয়ন।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানান, ভারতের এই যুদ্ধে ফ্রান্স সবরকম ভাবে ভারতের পাশে আছে। আগামী দিনেও ভারতকে সাহায্য করবে। অন্যদিকে ফ্রান্সের বিদেশমন্ত্রক সূত্রের খবর, চলতি সপ্তাহের শেষের দিকেই জলপথে বা আকাশপথে ফ্রান্স থেকে এই সমস্ত সরঞ্জাম ভারতের উদ্দেশ্যে রওনা দেবে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর