বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজ কাতার বিশ্বকাপের ‘শেষ ১৬’ পর্বের তৃতীয় ম্যাচে পোল্যান্ডের মুখোমুখি হয়েছিল ফ্রান্স। গোটা গ্রুপ পর্বে পোল্যান্ডের পারফরম্যান্স দেখার পর সকলেই নিশ্চিত ছিলেন যে ফ্রান্সের এই ম্যাচ জেতার সুযোগ অত্যন্ত বেশি। তাদের সেই আশঙ্কা মিথ্যা প্রমাণিত হয়নি। কিন্তু প্রথমার্ধে যথেষ্ট লড়াই করেছিল পোল্যান্ড। কিন্তু দিনের শেষে তাদের সান্তনা বলতে পেনাল্টি থেকে ম্যাচের শেষমুহূর্তে পোলিশ অধিনায়ক রবার্ট লেওয়ানডোস্কির একটি গোল।
ম্যাচের প্রথমার্ধের ফ্রান্সের সঙ্গে পাল্লা দিয়ে লড়াই করেছিল পোল্যান্ড। বেশ কয়েকবার ফ্রান্সকে নিশ্চিত পতনের হাত থেকে রক্ষা করেন তাদের গোলরক্ষক হুগো লরিস ও ডিফেন্ডার রাফায়েল ভারান। সকলে যখন আশঙ্কা করছেন যে, কোনোভাবে হয়তো অঘটন ঘটতে পারে ঠিক তখনই ফ্রান্সের নিন্দুকদের চুপ করিয়ে দিল এমবাপ্পে-অলিভার জিরু কম্বিনেশন।
প্রথমার্ধের মাঝামাঝি সময়ে একবার ফাঁকা গোলে বল ঠেলতে ব্যর্থ হয়েছিলেন ফ্রেন্চ স্ট্রাইকার। কিন্তু ৪৪ মিনিটে এমবাপ্পের বাস ধরে অসাধারণ ভঙ্গিতে পোল্যান্ডের ফর্মে থাকা গোলরক্ষক উইচেক সেজনিকে হার মানান জিরু। ২০১৮ বিশ্বকাপ যখন ঘরে তুলেছিল ফ্রান্স, তখন গোটা টুর্নামেন্টের প্রত্যেকটি ম্যাচে খেলেও একটিও গোল পাননি ফরাসি তারকা। কিন্তু চলতি বিশ্বকাপে চার ম্যাচ খেলে নিজের তৃতীয় গোলটি করে ফেললেন এবং ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় টপকে গেলেন থিয়ের অঁরিকে।
এরপর দ্বিতীয়ার্ধে ফ্রান্সের আক্রমণের সামনে আর টিকতে পারেনি পোল্যান্ড। ম্যাচের ৭৪ মিনিটে দ্রুত একটি কাউন্টার অ্যাটাক এবং উসমান ডেম্বেলের পাস ধরে অনবদ্য ভঙ্গিতে চলতি বিশ্বকাপে নিজের চতুর্থ গোলটি করে ব্যবধান বাড়ান এমবাপ্পে। যদিও ওই গোলটির ক্ষেত্রে পোল্যান্ড ডিফেন্সের বেশ কিছুটা ভুল রয়েছে বলে বলবেন অনেকে। কিন্তু এরপর অতিরিক্ত সময়ে যে গোলটা তিনি করলেন সেই নিয়ে আর কারোরই কোন কথা বলার অবকাশ নেই। বিশ্বকাপে নিজের নবম এবং কাতারে নিজের পঞ্চম গোলটি করে ফ্রান্সের জয়ে সিলমোহর লাগিয়ে দেন এমবাপ্পে।
এরপর ম্যাচের একদম শেষদিকে ফ্রান্সের পেনাল্টি বক্সে ডিফেন্ডার উপমেকানোর হাতে বল লাগলে পেনাল্টি পায় পোল্যান্ড। ফ্রান্সের অধিনায়ক এবং গোলরক্ষক রবার্ট লেওয়ানডোস্কির পেনাল্টিটি প্রথমে বাঁচিয়ে দেন। কিন্তু তারপর দেখা যায় যে শর্ট নেওয়ার আগেই গোললাইন ছেড়ে বেরিয়ে এসেছিলেন তিনি যা নিয়ম বহির্ভূত। ফের পেনাল্টিটি নেওয়া হয় এবং এবার আর ভুল করেননি পোলিশ অধিনায়ক। বিশ্বকাপে ২টি গোল ও ১টি অ্যাসিস্ট করে নিজের অভিযান শেষ করলেন তিনি। ফ্রান্স কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল এবং আজকে রাতে সেনেগাল বনাম ইংল্যান্ড ম্যাচের মধ্যে যারা বিজয়ী হবে তারা ফ্রান্সের মুখোমুখি হবে ওই ম্যাচে।