বাংলাহান্ট ডেস্ক : মহাকবি মাইকেল মধুসূদন বলে গিয়েছিলেন, “জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে…।” প্রত্যেকটি মানুষের জীবনের পরম সত্য মৃত্যু। তবে আমাদের পৃথিবীতে এমন এক গ্রাম রয়েছে যেখানে মৃত্যু নেই। তবে বাস্তবে এও কি সম্ভব? বাস্তবে যেখানে প্রত্যেক সৃষ্টির শেষ রয়েছে, সেখানে কীভাবে এই গ্রামের মানুষ অবিনশ্বর?
স্থান-কাল-পাত্র বিশেষে অনেক জিনিসই নিষিদ্ধ থাকে। তবে এই গ্রাম কার্যত মৃত্যুকে নিষিদ্ধ করে রেখেছে। অসম্ভবকে সম্ভব করে এই গ্রাম সৃষ্টি করেছে এক ভিন্ন নজির। এমন অদ্ভুত গ্রাম রয়েছে ফ্রান্সে (France)। আর পাঁচটা গ্রামের মতো এই গ্রামে সবকিছু করা গেলেও, এখানে মারা যাওয়া যায় না। এই গ্রামে (Village) নিদান রয়েছে যে এখানে মৃত্যু বরণ করা যাবে না। ফ্রান্সের এই গ্রামে মৃত্যু অপরাধ।
মৃত্যুহীন গ্রাম আছে ফ্রান্সে (France)
মৃত্যুর পরেও শান্তি নেই এই গ্রামে। যদি ভুল করে এই গ্রামে কারোর মৃত্যু ঘটে তাহলে মৃতের পরিবারকে ভোগ করতে হয় চরম শাস্তি। কিন্তু যদি মৃত্যু হাতছানি দিয়ে ডাকে তাহলে কী হবে? গ্রামের নিদান অনুযায়ী, মৃত্যু বরণ করার আগেই ছেড়ে দিতে হবে গ্রাম। মৃত্যুর সময় এলে বিতাড়িত করে দেওয়া হয় এই গ্রাম থেকে। তবে যদি এই গ্রামে কারোর মৃত্যু ঘটে তাহলে তার পরিবারকে দেওয়া হয় শাস্তি।
আরোও পড়ুন : চুলোয় যাবে গরম! দু’দিন দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে তুমুল বর্ষণ, হাওয়া অফিসের মেগা আপডেট
ফ্রান্সের (France) দক্ষিণাঞ্চলের গ্রাম সারপোরেনেক্সে জারি রয়েছে এমন ফরমান। এই ফরমান জারি করেছেন সারপোরেনেক্সের মেয়ক জেরান্ড লালন। এই ধরনের অদ্ভুত নিদান ফ্রান্সের (France) গ্রামটিতে ২০০৮ সাল থেকে জারি হয়ে রয়েছে। নিদান অনুযায়ী, মৃত্যুর আগে পরিবারের লোকেরা মৃত্যু পথযাত্রীকে নিয়ে চলে যায় অন্য জায়গায়। সেই ভাবে ২০০৮ সালের পর থেকে ১৫ বছর মৃত্যুহীন গ্রামে পরিণত হয়েছে সারপোরেনেক্স।
তবে এমন অদ্ভুত নিদান দেওয়ার পিছনে কী কারণ রয়েছে? আসলে মৃত্যুর পর মৃত ব্যক্তিকে কবর দেওয়ার মতো পর্যাপ্ত জায়গা নেই এই গ্রামে। মৃতদেহের সমাধিতে পরিপূর্ণ হয়ে গেছে এই গ্রামের সমাধিক্ষেত্র। তাই ২০০৮ সালে এই গ্রামের মেয়র এমন নিদান জারি করেন। ফ্রান্সের এই ছোট্ট গ্রামে ২৮০ টি পরিবার বসবাস করে। তবে এমন বিরল নিদানের ফলে লাইম লাইটে উঠে এসেছে ফ্রান্সের এই গ্রাম।