ভারতকে পরমাণু ডুবোজাহাজ বানানোর প্রস্তাব দিল ফ্রান্স, AUKUS চুক্তিতে রেগে লাল চিন

Published On:

বাংলা হান্ট ডেস্ক : ২০২১ সালের ১৫ সেপ্টেম্বর অকাস (AUKUS) নামে একটি নতুন জোট আবির্ভুত হয়ে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন (US President Jo Biden), যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এক ভার্চুয়াল সম্মেলনে যৌথ বিবৃতির মাধ্যমে এই জোটের ব্যাপারে বিশ্বকে জানান। এই অকাসের আওতাতেই এবার ফ্রান্স (France) ভারতের (India)
কাছে আবেদন জানাল নিউক্লিয়ার সাবমেরিন তৈরির। এটা জেনেই মাথায় হাত পড়ে যাবে চিনের। এমনই মনে করছে ওয়াকিবহাল মহল।

জানা যাচ্ছে, ফ্রান্স ভারতের কাছে মোট ৬টি পরমাণু সাবমেরিন তৈরির আবেদন জানিয়েছে। সোমবার এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিনের আধিপত্য রুখতে ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোর নৌ-ঘাঁটিতে মিলিত হন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। সেখানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার অংশগ্রহণে গঠিত জোট অকাস-এর পরিকল্পনা গণমাধ্যমের সামনে তুলে ধরা হয়।

submerin

নতুন চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রের কাছ থেকে পারমাণবিক শক্তিচালিত তিনটি সাবমেরিন কিনছে অস্ট্রেলিয়া। প্রয়োজনে আরো দুটি ভার্জিনিয়া শ্রেণির সাবমেরিন নিতে পারবে দেশটি। এগুলোর প্রথম চালান আগামী ১০ বছরের মধ্যে অস্ট্রেলিয়ার কাছে হস্তান্তর করা হবে।

অস্ট্রেলিয়ার কাছে এসএসএন-অকাস মডেলের সাবমেরিন সরবরাহ করবে যুক্তরাজ্য। এ সাবমেরিনগুলো যুক্তরাজ্যের নকশা ও যুক্তরাষ্ট্রের প্রযুক্তিতে তৈরি হবে। এর ফলে হাজারো মানুষের কর্মসংস্থান তৈরি হবে বলে মনে করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জানান, দেশটির প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে সর্ববৃহৎ একক কোনো বিনিয়োগ হলো অকাস চুক্তি।

২০২১ সালে তিন দেশ অকাস চুক্তির ঘোষণা দেয়। এ চুক্তির আওতায় নিজেদের মধ্যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও সাইবার যুদ্ধের সরঞ্জাম সংক্রান্ত সহযোগিতা করার কথা রয়েছে। এ চুক্তির শুরু থেকেই নিন্দা জানিয়ে আসছে চিন।

সম্পর্কিত খবর

X