প্রতারণার অভিযোগ শাহরুখের বিরুদ্ধে, লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

বাংলাহান্ট ডেস্ক: সুখের দিন বিদায় নিতে বসেছে শাহরুখ খানের (Shahrukh Khan)। নতুন বিপদে পড়েছেন বাদশা। এক বেসরকারি কোচিং সংস্থার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে। ওই সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন শাহরুখ। অভিযোগের ভিত্তিতে শাহরুখ ও ওই সংস্থার কর্মীকে ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হয়েছে মধ্যপ্রদেশের ক্রেতা সুরক্ষা প্যানেলের তরফে।

প্রিয়াঙ্কা দীক্ষিত নামে এক তরুণীর অভিযোগের ভিত্তিতে এই নির্দেশ দেওয়া হয়েছে। IAS হওয়ার স্বপ্ন নিয়ে ওই কোচিং সংস্থায় ভর্তি হয়েছিলেন তিনি। অভিযোগে তরুণী জানিয়েছেন, শাহরুখের বিজ্ঞাপন দেখেই তিনি ভর্তি হয়েছিলেন ওই সংস্থায়।

shahrukh

১.০৮ লক্ষ টাকা দিয়ে কোচিংয়ে ভর্তি হয়েছিলেন অভিযোগকারী প্রিয়াঙ্কা। তাঁর দাবি, সংস্থার তরফে তাঁকে আশ্বাস দেওয়া হয়েছিল যে সেরা প্রশিক্ষক দিয়েই পড়ানো হবে। ২০২১ এর ১৪ জানুয়ারি কোচিং শুরু হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু কার্যক্ষেত্রে তা হয়নি। ২০২১ এর ২৭ জানুয়ারি অ্যাডমিশন বাতিল করে টাকাটা ফেরত দেওয়ার আবেদন জানিয়েছিলেন সংস্থায়। কিন্তু অনেকবার আর্জি সত্ত্বেও ফেরত দেওয়া হয়নি টাকা।

এরপরেই মধ্যপ্রদেশের ডিস্ট্রিক্ট কনজিউমার রিড্রেসার কমিশনে অভিযোগ করেন প্রিয়াঙ্কা। তাঁর অভিযোগের ভিত্তিতেই কমিশনের তরফে সংস্থার কর্মী এবং শাহরুখকে নির্দেশ দেওয়া হয়েছে ক্ষতিপূরণ দেওয়ার জন্য। ১২ শতাংশ সুদ সহ ১.০৮ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ৫০০০ টাকা এবং ক্ষতিপূরণ বাবদ ৫০ হাজার টাকাও দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, আরিয়ান খান মাদক কাণ্ডে গ্রেফতার হওয়ার পর শোনা গিয়েছিল শাহরুখকে নাকি ওই বেসরকারি কোচিং সংস্থার মুখ থেকে সরিয়ে দেওয়া হবে। কিন্তু কার্যক্ষেত্রে তেমন কিছু দেখা যায়নি। বরং এখনো সংস্থার বিজ্ঞাপনে দেখা মেলে কিং খানের।

Niranjana Nag

সম্পর্কিত খবর