বাংলাহান্ট ডেস্ক: অভিনেত্রী শিল্পা শেট্টির (shilpa shetty) নামে লখনউতে (Lucknow) কোটি কোটি টাকা জালিয়াতির (fraud) বিরুদ্ধে মামলা দায়ের হল। মুম্বইয়ের আয়োসিস স্পা এবং ওয়েলনেস কোম্পানির এমডি কিরণ বাওয়া ও পরিচালক বিনয় ভাসিন সহ ছয়জনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে লখনউয়ের হজরতগঞ্জে মামলা দায়ের হয়েছে। দুজনের উপরেই অভিযোগ, শিল্পা শেট্টিকে নিজেদের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডর বলে অর্থ বিনিয়োগ করিয়েছেন।
ব্যবসায়ী রোহিতবীর সিংয়ের অভিযোগ, কিরণ বাওয়া শিল্পা শেট্টিকে নিজের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসডর বলে আকর্ষনীয় উপার্জনের লোভ দেখিয়ে একটি ফ্র্যাঞ্চাইজি দেন। তাঁর প্রতিশ্রুতির ফাঁদে পড়ে কয়েক লক্ষ টাকা ওই কোম্পানিতে বিনিয়োগ করেন রোহিতবীর। পরে ব্যবসা ক্ষতির মুখে পড়লে কোম্পানির কর্মকর্তারা হুমকি দেন সেন্টার বন্ধ করে দেওয়া হবে।
এই প্রসঙ্গে হজরতগঞ্জের এসিপি অভয় কুমার জানান, আয়োসিস স্পায়ের এমডি ও পরিচালক সহ অন্যান্যদের বিরুদ্ধেও মামলা দায়ের হয়েছে। আপাতত তদন্তের কাজ শুরু হয়েছে।
তিনি আরও জানান, ২০১৮ তে আয়োসিস স্পা ও ওয়েলনেস প্রাইভেট লিমিটেড কোম্পানির ম্যানেজার তাঁকে জানান হজরতগঞ্জে কোম্পানির ফ্র্যাঞ্চাইজি খোলা হয়েছে। তিনি আরও দাবি করেছিলেন, শিল্পা তাদের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডর এবং ফ্র্যাঞ্চাইজির উদ্বোধনও তিনিই করবেন। শুধু তাই নয়, কোম্পানির প্রচারের জন্য অভিনেত্রীর কিছু ছবিও দেখান কিরণ বাওয়া।
রোহিতবীর আরও বলেন, গ্রাহকদের প্রয়োজনের তুলনায় বেশি ডিসকাউন্ট দেওয়া হত। বাধ্য হয়ে ফ্র্যাঞ্চাইজির প্রাক্তন সঞ্চালকদের সঙ্গে যোগাযোগ করলে আসল বিষয়টা প্রকাশ্যে আসে। তারা আরও জানান কোম্পানির মালিকরা প্রথমে লোভ দেখিয়ে ফ্র্যাঞ্চাইজি নিতে বাধ্য করেন ও তারপর আর্থিক ও মানসিক দিক দিয়ে চাপ দেওয়া শুরু করেন।