কলকাতায় ফের চিটফান্ড কাণ্ড! প্রতারণার শিকার অজস্র মানুষ, নয়ছয় ১০০ কোটি

বাংলাহান্ট ডেস্ক : কলকাতায় একটি কোম্পানির বিরুদ্ধে ৭০ কোটি টাকা প্রতারণা করে লুট করার অভিযোগ এসেছে। শতাধিক মানুষ প্রতারিত হয়েছেন বলে অভিযোগ রয়েছে। যাঁদের অধিকাংশই আছেন বয়স্ক নাগরিক। ইতিমধ্যেই ঘটনার অনুসন্ধান শুরু করেছে কলকাতা পুলিশের স্পেশাল সেল। কয়েক মাস আগে তিহার জেলে বন্দী সঞ্জীব শুক্লাকে এই নীতি বিরুদ্ধ কাজ করার জন্য দিল্লি পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছিল।

সম্প্রতি পুলিশ শুক্লাকে কলকাতায় নিয়ে আসে। তাঁর সাথে আলোচনার পর পুলিশ জানতে পারে অন্য আসামিরা বিদেশে রয়েছে। এই কোম্পানির বিরুদ্ধে দুটি অভিযোগ আনা হয় এবং পুলিশ সেই ভিত্তিতে অনুসন্ধান করছে। ফলস্বরূপ মামলাটি একটি পার্ক স্ট্রিট থানায় এবং অন্যটি শেক্সপিয়ার সরণি থানায় দায়ের করা হয়।

গত বছরের সেপ্টেম্বরে পার্ক স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয় এবং সেই বছরেরই আগস্টে শেক্সপিয়ার সরণি থানায় অভিযোগ দায়ের করা হয়। এবং গত বছরের জুলাইয়ে দিল্লিতে অভিযোগ দায়ের করা হয়েছিল। এছাড়াও রায়ড স্ট্রিটের বাসিন্দা কিশওয়ার মাজিদ নামে একজন অবসরপ্রাপ্ত স্কুলের অধ্যক্ষ ইডি-তে একটি অন্য আরোপ করেন। সকলের অভিযোগ একই কোম্পানি তথা গুরগাঁও-ভিত্তিক ক্রেডফোর্স এশিয়া লিমিটেডের বিরুদ্ধে।

job fraud

জানা গিয়েছে, এই কোম্পানিতে বলা হয় ১২% সুদের হারে টাকা দেওয়া হবে। কিন্তু অভিযোগকারীদের বক্তব্য এই যে, কোভিড শুরু হতেই তা বন্ধ হয়ে যায়। তাঁরা আরও দাবী করেন যে, এই কোম্পানির মালিকরা বিনায়োগকারীদের এই টাকা নিয়ে অন্য কোম্পানি বানিয়েছে, না হয় টাকা নিয়ে টেক্সাসে গা ঢাকা দিয়েছেন। এই দাবীতেই অভিযোগকারীরা ইডির সাহায্য চেয়েছেন।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর