ভোটার কার্ড তৈরির নামে চলছে কোটি কোটি টাকা প্রতারণার ব্যাবসা; সতর্ক করল কমিশন

বাংলাহান্ট ডেস্কঃ ভোটার কার্ড (voter Id) যে কোনো ভারতীয়র কাজে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। কিন্তু এই ভোটার কার্ড নিয়েই নিজেদের ব্যাবসা ফেঁদে বসেছে একটি অনলাইন জালিয়াতি চক্র। লাখ লাখ টাকার প্রতারণা করছে ঐ চক্রটি৷ এবার সেই বিষয়েই সাধারণ মানুষকে সতর্ক করল নির্বাচন কমিশন।

Online Voter ID Card Kaise Banaye

নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে, সম্প্রতি এমন বহু ওয়েবসাইটের কথা জানা যাচ্ছে, যারা টাকার বিনিময়ে ভোটার কার্ড তৈরি করে দিচ্ছে। কিন্তু ভারতে ভোটার আইডি তৈরি করতে কোনো টাকা চার্জ করে না নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের তরফে অনুরোধ করা হয়েছে শুধুমাত্র নির্বাচন কমিশনের অফিশিয়াল সাইটেই ভোটার কার্ডের জন্য আবেদন করতে।

82323 voter

নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে, খুব শীঘ্রই এই ব্যাপারে তদন্ত শুরু করা হবে। দিল্লি পুলিশকেও এই ব্যাপারে এফআইআর দায়ের করতে বলেছে নির্বাচন কমিশন।

পাশাপাশি প্যান কার্ড তৈরির নিয়মেও সরলতা এনেছে মোদি সরকার, কোন ব্যাক্তি আয়কর বিভাগের ওয়েবসাইটে গিয়ে এই পরিষেবা নিতে পারবেন,  প্রয়োজন হবে কেবলমাত্র আধার নম্বরের।এরপর আধার নম্বরের সাথে লিংকড মোবাইল নম্বরে চলে আসবে একটা ওটিপি তারপর শুধু ভেরিফাই করে নিলে তৎকাল জারি করা যাবে প্যান কার্ড। একই সাথে উপভোক্তা নিজের ই-প্যান ডাউনলোড করতে পারবেন।

সম্পর্কিত খবর