বাংলা হান্ট ডেস্ক: আজ দ্রুত গতিতে প্রযুক্তি উন্নতি হলেও, পাশাপাশি বাড়ছে হ্যাকারের সংখ্যা। যাদের টোপে নিঃস্ব হচ্ছে গ্রাহকরা। প্রতারকরা নিত্যদিন ভিন্ন রকমের প্রতারণার (Scam) ফাঁদ তৈরি করছে। যার চক্করে অতিষ্ঠ হয়ে উঠেছেন সাধারণ মানুষরা। এরই মাঝে আবারও নয়া প্রতারণার ফাঁদ। এই নতুন প্রতারণার নাম হচ্ছে “জাম্পড ডিপোজিট স্ক্যাম”। নিজের ব্যাঙ্ক ব্যালেন্স চেক করতে গেলেই হাপিশ হবে টাকা। এই প্রতারণায় পা ফেলার আগে জেনে নিন খুঁটিনাটি।
নতুন স্ক্যামের (Scam) নাম “জাম্পড ডিপোজিট স্ক্যাম”:
প্রতারকরা গ্রাহকদের বোকা বানানোর জন্য প্রায় সময় বিভিন্ন রকমের মেসেজ পাঠিয়ে থাকেন। আর এবার মেসেজ নয়, একেবারে সরাসরি টাকা পাঠাচ্ছেন তারা। ভুয়ো এসএমএস ভেবে অ্যাকাউন্ট চেক করতে গেলেই টাকা লুঠ করছে ওপারে বসে থাকা প্রতারকরা। শুনতে অবাক লাগছে নিশ্চয়ই। কিন্তু এমনই সমস্যার মুখে পড়েছেন বহু গ্রাহক। টাকা ক্রেডিট হয়েছে মেসেজ দেখে কৌতূহলবশত ব্যালেন্স চেক করতে গিয়েই এমন নতুন প্রতারণার (Scam) শিকার হচ্ছেন সকলে। এটাই হচ্ছে “জাম্পড ডিপোজিট স্ক্যাম”।
ঠিক কিভাবে ঘটাচ্ছে গোটা বিষয়টি: সাইবার বিশেষজ্ঞদের মতে, এবার প্রতারকরা অভিনব কায়দায় প্রতারণার ফাঁদ পেতেছে। বর্তমান সময়, অধিকাংশ মানুষই ডিজিটাল লেনদেনের উপর নির্ভর করেন। এক্ষেত্রে ইউপিআই অ্যাপ কিংবা মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ ব্যবহার করে থাকেন সকলে। আর ঠিক এই জায়গাকেই কাজে লাগাচ্ছেন তারা। এই জাম্পড ডিপোজিট স্ক্যামের (Scam) মাধ্যমে প্রতারকরা গ্রাহকের অ্যাকাউন্টে সত্যিকারে ১ থেকে ২ হাজার টাকা পাঠাচ্ছেন। আর এখানেই রয়েছে আসল কারসাজি।
আরও পড়ুনঃ শেষ মুহূর্তে সরে দাঁড়ালেন রাহুল, নায়ক মিলছে না দিতিপ্রিয়ার! থমকে মেগার শুটিং
প্রতারকরা যে ১ থেকে ২ হাজার টাকা পাঠাচ্ছেন সেই সাথে “উইথড্রল রিকোয়েস্ট”-ও পাঠিয়ে রাখছেন। আর টাকা ক্রেডিট হয়েছে এমন মেসেজ মোবাইলে ঢোকার পর সকলেই একটু অবাক হয়ে যান। আর বিষয়টি খতিয়ে দেখার জন্য গ্রাহকরা নিজের ক্রেডিট ব্যালেন্স চেক করেন। আর অনলাইন অ্যাপগুলিতে ব্যালেন্স চেক করতে গেলে পিন নম্বর দিতে হয়। জানা যাচ্ছে পিন নম্বর দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনার অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হতে শুরু করে। “উইথড্রল রিকোয়েস্ট” পাঠিয়ে রাখার জন্যই এমন স্ক্যামের (Scam) শিকার হচ্ছেন সাধারণ মানুষেরা।
আরও পড়ুনঃ নতুন বছরে নয়া চমক ISRO-র! NASA-র সাথে গাঁটছড়া বেঁধে লঞ্চ করবে বিশ্বের সবচেয়ে দামি স্যাটেলাইট
এই জালিয়াতের হাত থেকে বাঁচবেন কিভাবে: সাইবার বিশেষজ্ঞরা বলেছেন, এই স্ক্যামের (Scam) হাত থেকে বাঁচারও উপায় রয়েছে। আপনার অ্যাকাউন্টে প্রতারকরা টাকা ক্রেডিট করলে সঙ্গে সঙ্গে অ্যাপ খুলে ব্যালেন্স চেক করবেন না। বরং কয়েক ঘন্টা অপেক্ষা করে যান, তারপর চেক করুন। এমনকি প্রথমবার অ্যাপ খোলার পরও ইচ্ছাকৃতভাবে ভুল পিন দিতে হবে। এতে করে উইথড্রল রিকোয়েস্ট বাতিল হয়ে যায়। এরপর আরো কিছুক্ষণ পর আসল পিন নম্বর দিয়ে চেক করতে পারেন। এতে করে বড় প্রতারণার হাত থেকে বেঁচে যাবেন। জানা যাচ্ছে বিগত কয়েক মাস ধরে এমন সমস্যার মুখে পড়েছে বহু গ্রাহক। তাই আজই হয়ে যান সাবধান।