jio এর ধামাকা অফার! বিনামূল্যে ২ জিবি ডেটা প্রতিদিন

বাংলাহান্ট ডেস্কঃ এবার গ্রাহকদের 2 দিন জিবি এক্সট্রা ডেটা দেওয়ার সিদ্ধান্ত নিল jio। কোম্পানির এক্সট্রা ডেটা 27 এপ্রিল থেকে উজারদের একাউন্টে জমা করা শুরু করা হয়েছে। কিছু ইউজারের একাউন্টে এটি 28 এপ্রিলেরও ক্রেডিট হয়েছে।এক্সট্রা ডেটা ক্রেডিট এর পরে এই চার দিন পর্যন্ত বৈধ।আপনার যদি প্রতিদিন ১.৫ জিবি ডেটার প্ল্যান থাকে তা আগামী ৪ দিনের জন্য ৩.৫ জিবি হয়ে যাবে।

reliance jio users 1575698829

বাজারে আসার পর টেলিকম ইন্ডাস্ট্রি প্রায় বেশীর ভাগটাই নিজের দখলে নিয়ে নিয়েছে জিও। নিত্যনতুন প্লান এনে জিও সবসময়ই গ্রাহকদের খুব পছন্দের টেলিকম পরিষেবা হয়ে উঠেছে। অপরদিকে ভারতী এয়ারটেল সহ অন্যান্য টেলিকম সংস্থা যথেষ্ট প্রতিযোগিতার সামনে ফেলেছে জিও কে। অনেক ক্ষেত্রে জিও এর আগেই তারা অভিনব সুবিধা নিয়ে আসছে। কিন্তু কম দামে একের পর এক দারুণ প্ল্যান এনে জিও নিজের অবস্থান ধরে রেখেছে।

JioLink একটি সংস্থার 4G মডেম পরিষেবা যা নেটওয়ার্ক কভারেজটি উন্নত করে। এই পরিষেবাটি কোনও Wi-Fi হটস্পট ডিভাইস থেকে আলাদা এবং ব্যবহারকারীদের আরও ডেটা সরবরাহ করে। তবে ব্যবহারকারীরা কেবলমাত্র ডেটা ছাড়া অন্য কিছু পাবেন না। ভয়েস কলিং এবং এস এম এস পরিষেবা পাওয়া যাবে না এই প্ল্যানে। JioLink রয়েছে বেশ কয়েকটি আকর্ষণীয় প্ল্যান, জেনে নিন সেগুলি সম্পর্কে

• 699 টাকার প্ল্যানটির বৈধতা 28 দিন। মোট 156GB ডেটা পাওয়া যাবে। এছাড়াও জিও অ্যাপসের ফ্রি সাবস্ক্রিপশনও দেওয়া হচ্ছে।
• 2,099 টাকার প্ল্যানটির মেয়াদ 98 দিনের। বৈধতার সময় ব্যবহারকারীরা মোট 538GB ডেটা পেতে পারেন।
• 4,199 টাকা ব্যয় করলে 196 দিনের ব্যবহারকারীরা মোট 1076GB ডেটা পেতে পারেন।

করোনা প্রতিহত করতেই দেশজুড়ে এই মুহুর্তে চলছে দ্বিতীয় দফার লকডাউন। এই অবস্থায় নিত্য প্রয়োজনীয় সামগ্রী ছাড়া সমস্ত পরিষেবা বন্ধ। বহু অঞ্চলে রিচার্জ করাতে পারছেন না মানুষ। এবার গ্রাহকদের বিপদে এগিয়ে এল টেলিকম সংস্থা গুলি। তারা জানিয়েছে, আগামী ৩ মে ৩ মে পর্যন্ত রিচার্জ না করলেও ইনকামিং সুবিধা বজায় থাকবে।


সম্পর্কিত খবর