নিখরচায় বাড়িতে CCTV ক্যামেরা লাগাতে চান? জেনে নিন এই পদ্ধতি

বাংলাহান্ট ডেস্কঃ বাড়ি বা অফিসে সুরক্ষার জন্য আমরা অনেকেই CCTV ক্যামেরা লাগানোর কথা ভাবি। কিন্তু বাড়তি খরচের ভয়ে অনেক সময় সেই কাজটি করা হয়ে ওঠে না। এবার আপনার বাড়িতে পড়ে থাকা বাতিল ফোন দিয়ে অনায়াসেই বানিয়ে নিতে পারেন CCTV ক্যামেরা। জেনে নিন কিভাবে

এই সিসিটিভই ক্যামেরাটি বানাতে গেলে এর জন্য প্রাথমিক ভাবে প্রয়োজন একটি চালু মোবাইলের। সেই মোবাইলে একটি সিকিউরিটি ক্যামেরা অ্যাপ ডাউনলোড করুন এবং তা ইন্সটল করুন। এই অ্যাপ থেকে লোকাল স্ট্রিমিং পেতে পারেন, ক্লাউড স্ত্রিমিং, রেকর্ডিং করতে পারবেন। একই সাথে আপনার ফুটেজ রিমোটলি নিয়ে স্টোর করার সুবিধা পাবেন। আর এর সঙ্গে মোশান ডিটেকশান আর অ্যালার্ট পাবেন। এতে আপনি সতর্ক হতে পারবেন

unnamed 12

এবার আপনি স্টার্ট বটন দেখতে পারবেন, আর এখানে ক্লিক করার পরে আপনারা এগোতে পয়ারবেন আর আপনার ভিউয়ার পাবেন আর এটি সিলেক্ট করে এগোতে হবে। আপনারা এটি সাইন ইন করতে চাইলে করতে পারবেন। আপনার গুগল অ্যাকাউন্ট থেকে সাইন ইন করতে হবে। আর আপনার একটি গুগল অ্যাকাউন্ট দরকার হবে।

এবার পুরনো ফোনে একই রকম করতে হবে আর এবার পুরনো ফোনে আপনি ভিউয়ারের জায়গায় ক্যামেরা সিলেক্ট করুন। আর এবার এখানে আপনাদের নিশ্চিত করতে হবে যে কি করে ফোনে একতি অ্যাকাউন্টে আপনারদের সাইন আপ করতে হবে।আর এই স্টেপ শেষ হলে এবার আপনারা যেখানে চান ফোনটি CCTV ক্যামেরা হিসাবে ব্যবহার করতে পারবেন

সম্পর্কিত খবর