সামনেই প্রেম দিবস, তার আগেই সরকারের তরফে বিনামূল্যে কন্ডোম বিলির উদ্যোগ

বাংলাহান্ট ডেস্ক : ক্যালেন্ডারের দিকে তাকালে দেখা যায়, এ মাস যেন প্রেমের মরশুম। আর ক’দিন পরেই প্রেমের জোয়ারে ভাসবেন সকলে। এই প্রেম দিবসের (Valentine’s day) প্রাক্কালে নিরাপদ যৌনতার লক্ষ্যে তাইল্যান্ড সরকার এক অভিনব উদ্যোগ নিল। তরুণ প্রজন্মের মধ্যে যৌন রোগ সংক্রমণের ঝুঁকি কমাতে ও নাবালিকাদের সন্তান ধারণ রোধ করতে বিনামূল্যে সরকারের পক্ষ থেকে ৯ কোটি কনডম বিলি করার ঘোষণা করা হয়েছে। তাইল্যান্ড (Thailand) সরকার তরুণদের মধ্যে কনডম (Condom) বিলির প্রক্রিয়া শুরু করেছে ১লা ফেব্রুয়ারি থেকেই।

সংবাদমাধ্যমকে এই বিষয়ে সরকারের মুখপাত্র রাচাদা ধনাদিরেক বলেছেন, চার আকারের কনডম তরুণদের জন্য বিলি করা হচ্ছে। তরুণরা এই কনডমগুলি সংগ্রহ করতে পারবেন দেশের সব হাসপাতাল, ওষুধের দোকান ও প্রাইমারি কেয়ার ইউনিট থেকে। যাদের ইউনিভার্সাল হেলথ কেয়ার কার্ড রয়েছে তারা এক বছরে প্রতি সপ্তাহে ১০টি করে কনডম সংগ্রহ করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে।

তাইল্যান্ডের জাতীয় স্বাস্থ্য সুরক্ষা দপ্তরের তরফে জানা গেছে, সরকার অবাঞ্ছিত গর্ভধারণ ও সিফিলিস, গনোরিয়া, ক্ল্যামিডিয়া, সারভাইকাল ক্যান্সার, এইচ আই ভি, এইডস এর মত যৌনবাহিত রোগের সংক্রমণ রোধ করার জন্য সিদ্ধান্ত নিয়েছে বিনামূল্যে কনডম বিলি করার। স্বাস্থ্য সুরক্ষা দপ্তরের সেক্রেটারি জেনারেল তরুণ প্রজন্মের কাছে কন্ডোমের প্রয়োজনীয়তা সম্পর্কে বিশদে আলোচনা করেছেন।

6a90b 0 condom slide 1446158701

এনএসএইচও-এর সেক্রেটরি জেনারেল বলেন থম্মতাচারী বলেন, ‘‘তরুণদের মধ্যে লুব্রিকেটিং জেল -সহ বিনামূল্যে কন্ডোম বিতরণ করা হবে। যাঁরা বিনামূল্যে কন্ডোম সংগ্রহ করতে চান তাঁদের ‘পাওট্যাঙ্গ’ মোবাইল অ্যাপে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে। সেখানে তাঁদের নিজ নিজ এলাকায় কোন নির্দিষ্ট কেন্দ্র থেকে তাঁরা কন্ডোম সংগ্রহ করবেন, সেটাও জানাতে হবে।’’


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর