স্কুল খুললেই কন্ডোম উপহার, পঞ্চম শ্রেণী থেকেই পড়ুয়াদের হাতে দেওয়া হবে কন্ডোম, শুরু তুমুল বিতর্ক

বাংলা হান্ট ডেস্কঃ ছাত্রছাত্রীদের মধ্যে জীবনশৈলী তথা যৌন শিক্ষা ও সচেতনতা যে ভীষণ রকম প্রয়োজন তা বারবার বলে এসেছেন, মনোবিদ থেকে শিক্ষাবিদ সকলেই। সেই সূত্র ধরে আমেরিকার শিকাগোর সিপিএস বোর্ড অফ এডুকেশন যে নতুন শিক্ষানীতি পাস করেছে তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। সিপিএসের এই নতুন শিক্ষানীতি অনুযায়ী আগামী মাসে স্কুল খুললেই পঞ্চম শ্রেণী থেকে পড়ুয়াদের দেওয়া হবে কন্ডোম।

যৌন শিক্ষার অংশ হিসেবে পঞ্চম শ্রেণী থেকেই এই নীতি কার্যকর করা হয়েছে। যৌন ক্ষেত্রে সচেতনতার জন্য যৌনশিক্ষা ভীষন জরুরী। সে কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে সিপিএস। একদিকে যেমন এই সিদ্ধান্ত নিয়ে তৈরি হয়েছে তুমুল বিতর্ক তেমনি অন্যদিকে এই প্রগতিশীল সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অনেকেই। সিপিএস তরফে জানানো হয়েছে, সুস্বাস্থ্যের অধিকার সকলের। স্বাস্থ্য সম্পর্কে সঠিক শিক্ষা থাকলে ভবিষ্যতে তারাও সঠিক সিদ্ধান্ত নিতে সমর্থ হবে।

সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, কমপক্ষে ১০ বছর বয়সী পড়ুয়ারাই কন্ডোম পাবে। প্রাথমিক স্কুলের জন্য প্রতি মাসে ২৫০ এবং হাইস্কুলে প্রতিমাসে ১০০০ কি করে কন্ডোম দেওয়া হবে। কোন স্কুলে স্টক ফুরিয়ে গেলে তা নির্দিষ্ট প্রশাসনকে জানাতে হবে। আবার তারা পরিমাণ মতো কন্ডোম পাঠিয়ে দেবেন স্কুলে।

অনেকেই যেমন ১০ বছর বয়সী পড়ুয়াদের হাতে কন্ডোম তুলে দেওয়া নিয়ে বিতর্কের আশ্রয় নিয়েছেন, অনেকেই তেমন বলেছেন, এর মাধ্যমে পড়ুয়ারা যৌনশিক্ষা আরও বেশি সচেতন হবে। যা ভবিষ্যতে তাদের সুস্থ জীবনের অধিকারী হতে সাহায্য করবে।

 


Abhirup Das

সম্পর্কিত খবর