মাস গেলে বিনামূল্যে মিলবে ৩০০ ইউনিট বিদ্যুৎ, পাবেন ১ কোটি পরিবার! শুধু করতে হবে এই কাজ

Published On:

বাংলাহান্ট ডেস্ক : বাজেট শুরু হওয়ার সাথে সাথে শুরু হয়ে গিয়েছে বিভিন্ন ঘোষণা ।আর  এই অর্থ বর্ষে বাজেটে বিভিন্ন ক্ষেত্র কী কী বরাদ্দ পেল, তা নিয়ে   শুরু হয়ে গিয়েছে বিশ্লেষণ ও রাজনৈতিক চাপানউতোর। তবে এই সমস্ত আলোচনার মধ্যেও বিদ্যুতের ওপর বিশাল সংখ্যায়  ছাড়ের ঘোষণায় বেজায় খুশির সাধারণ মানুষ।

কারণ ২০২৫ অর্থবছরের অন্তর্বর্তী বাজেটে সীতারামন তুলে ধরেছিলেন যে সরকারের প্রস্তাবিত রুফটপ সোলার স্কিম ‘প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা’ তে ১ কোটি পরিবার প্রতি মাসে ৩০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ পাবেন । যার ফলে  এই পরিবারগুলির বছরে  ১৫ থেকে ১৮ হাজার টাকা পর্যন্ত সাশ্রয় হবে।

আরোও পড়ুন : ট্রেনের গতি বাড়াতে তৈরী হবে বিশেষ করিডর, সাধারণ বগিও হবে বন্দে ভারতের মতো! বাজেটে বড় ঘোষণা নির্মলার

উল্লেখ্য,গত ২২ জানুয়ারি অযোধ্যায়  রাম মন্দির উদ্বোধনের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের গরীব পরিবার গুলির স্বার্থে এবং  তাদের সুবিধার্থে  জানিয়েছিলেন, ছাদে সৌরশক্তি বসানোর জন্য নতুন প্রকল্প তৈরি করতে চলেছে কেন্দ্র যাতে কেন্দ্রের তরফ থেকে  ১.২ লক্ষ কোটি টাকা পর্যন্ত ঋণ ও দেয়া হবে।

আরোও পড়ুন : ২৪ ঘণ্টা ধরে নিখোঁজ থাকার পর উদ্ধার নাবালিকার গলাকাটা দেহ! তুমুল চাঞ্চল্য মালদায়

উল্লেখ্য সরকারের এই প্রকল্পে, সৌর বিদ্যুৎ ২০৩০ সাল নাগাদ মোট ৫০০ গিগাওয়াটের পুনর্নবীকরণযোগ্য ক্ষমতার মধ্যে ২৯২ গিগাওয়াট প্রদান করবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে গ্রিড-সংযুক্ত সৌর ছাদের ক্ষমতা ৭২.৩১ গিগাওয়াটের মোট সৌর ক্ষমতার মধ্যে ১১.০৮ গিগাওয়াটে দাঁড়িয়েছে, নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রকের তথ্য অনুযায়ী।

তবে সরকার আবাসিক সৌর ছাদ প্রকল্পের  জন্য আর্থিক সহায়তা প্রদান করলেও বর্তমানে  বাড়ির মালিকদের জন্য এটি আরও লাভবান করে  তুলতে, কেন্দ্রীয় নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রক সম্প্রতি আবাসিক সৌর ছাদ প্রকল্পগুলির জন্য কেন্দ্রীয় আর্থিক সহায়তার মূল্য সংশোধন করেছে।

India Solar power

নতুন সুবিধাভোগীরা এই  প্রকল্পের আওতায় ১০,০০০ টাকা থেকে ২২,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারেন। তবে সরকার সাধারণ মানুষের স্বার্থের কথা ভেবে বিভিন্ন দিক দিয়ে তাদের  সহযোগিতা করলেও  এই প্রকল্পটি কতটা সাধারণ মানুষের থেকে সাড়া পায়, সেটাই এখন বড় চ্যালেঞ্জ সরকারের কাছে।

 

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X